- Home
- »
- ট্যাবলেট »
- Oppo Pad Neo: বিশাল স্ক্রিন সহ...
Oppo Pad Neo: বিশাল স্ক্রিন সহ লং-লাস্টিং ব্যাটারি নিয়ে বাজারে আসছে ওপ্পো প্যাড নিও
গত মাসে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ট্যাবলেট হিসাবে OnePlus Pad Go ভারতে লঞ্চ হয়েছে। সংস্থার সিস্টার ব্র্যান্ড, ওপ্পো...গত মাসে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ট্যাবলেট হিসাবে OnePlus Pad Go ভারতে লঞ্চ হয়েছে। সংস্থার সিস্টার ব্র্যান্ড, ওপ্পো (Oppo) এই ট্যাবটি আবার বিশ্বের অন্যান্য দেশে নিজস্ব লোগো সহ ভিন্ন নামে লঞ্চ করতে চলেছে। মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) এবং থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন থেকে জানা গিয়েছে, ডিভাইসটিকে Oppo Pad Neo বলা হবে। আর এখন, এটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) ওয়েবসাইটে উপস্থিত হয়ে খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত করছে।
Oppo Pad Neo পেল IMDA-এর অনুমোদন
দ্য টেক আউটলুক-এর রিপোর্ট অনুযায়ী, OPD2302 মডেল নম্বর সহ ওপ্পো প্যাড নিও আইএমডিএ সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি নিশ্চিত করে যে, ট্যাবলেটটি সম্ভবত শীঘ্রই সিঙ্গাপুরে লঞ্চ হবে। এটি ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট করবে বলে লিস্টিংয়ে উল্লেখ আছে। এছাড়া, ওপ্পো প্যাড নিও সম্পর্কে আর কিছু প্রকাশ করা হয়নি। চলুন দেখে নিই ট্যাবলেটটি কি কি অফার করতে পারে।
Oppo Pad Neo-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ওপ্পো প্যাড নিও-তে সম্ভবত ১১.৩৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ২.৪কে রেজোলিউশন এবং ৭:৫ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকতে পারে, যা ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজের অফার করবে। এছাড়া, প্রসারণযোগ্য স্টোরেজের জন্য, ওপ্পো প্যাড নিও-তে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত থাকতে পারে।
ক্যামেরা বিভাগে, Oppo Pad Neo-এ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। অডিওর জন্য, এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার মিলতে পারে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক অক্সিজেনওএস ১৩.২ (OxygenOS 13.2) কাস্টম স্কিনে রান করবে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad Neo ট্যাবটি ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।