এই দানব ট্যাবলেটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব‌্যাটারি, 24 জিবি র‌্যাম, ফুল চার্জে চলবে 6 মাস

ওকিটেল তাদের নতুন প্রিমিয়াম রাগড ট্যাবলেট, Oukitel RT7 Titan 5G-এর ওপর থেকে পর্দা সরালো। এই নয়া ডিভাইসটি হল ওকিটেল...
Ananya Sarkar 5 Aug 2023 11:14 PM IST

ওকিটেল তাদের নতুন প্রিমিয়াম রাগড ট্যাবলেট, Oukitel RT7 Titan 5G-এর ওপর থেকে পর্দা সরালো। এই নয়া ডিভাইসটি হল ওকিটেল লাইনআপে ৫জি কানেক্টিভিটির সাথে আসা প্রথম রাগড ট্যাবলেট। তবে এর থেকেও Oukitel RT7 Titan 5G এর নজরকাড়া দিক হল, এটি বিশালাকার ৩২,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮০ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে। ট্যাবটিতে ফুলএইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর রয়েছে। আসুন Oukitel RT7 Titan 5G প্রিমিয়াম রাগড ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oukitel RT7 Titan 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওকিটেল আরটি৭ টাইটান ৫জি ট্যাবটি কয়েকটি চিত্তাকর্ষক বৈশিষ্ট্যের সাথে এসেছে। এটিতে ১০.১ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। আর আরটি৭ টাইটান ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ চিপসেট দ্বারা চালিত, যা ট্যাবলেট সেগমেন্টে একটি হাই-এন্ড সংযোজন। এই ট্যাবের পূর্বসূরিতে ছিল মিডিয়াটেক এমটি৮৭৮৮ চিপসেট। আবার ট্যাবটি ২৪ জিবি (১২ জিবি ফিজিক্যাল + ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম) পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আরটি৭ টাইটান ৫জি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য, ওকিটেল আরটি৭ টাইটান ৫জি-এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আরটি৭-এ তার পূর্বসূরি, আরটি৬-এর মতো ডিট্যাচেবল হ্যান্ডেল যুক্ত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল, এটি ওকিটেলের প্রথম ৫জি কানেক্টিভিটি যুক্ত রাগড ট্যাবলেট।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oukitel RT7 Titan 5G-এ বিশাল ৩২,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি এই বিশাল বড় ব্যাটারির সাথে একবার চার্জে ২২০ ঘন্টা পর্যন্ত কল টাইম এবং ১৮০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করে। এটিতে আইপি৬৮/ আইপি৬৯কে/ এমআইএল-এসটিডি-৮১০এইচ রাগড চ্যাসিস রয়েছে। ট্যাবলেটে একটি ইউএসবি-সি পোর্টও বর্তমান।

Oukitel RT7 Titan 5G মূল্য এবং লভ্যতা

হ্যান্ডেল এবং অপশনাল ক্যারিং ব্যাগ ছাড়া, Oukitel RT7-এর দাম ৯৯৯.৯৭ ডলার (প্রায় ৮২,৭০০ টাকা)। ট্যাবলেটটিকে ইতিমধ্যেই গ্লোবাল ওয়েবসাইট অ্যালিএক্সপ্রেস (AliExpress)-এ একই দাম সহ তালিকাভুক্ত করা হয়েছে।

Show Full Article
Next Story
Share it