- Home
- »
- ট্যাবলেট »
- Poco Tablet: স্মার্টফোনেও নেই! পোকোর...
Poco Tablet: স্মার্টফোনেও নেই! পোকোর প্রথম ট্যাবলেটে থাকবে এই বিশেষ ফিচার
শাওমি (Xiaomi) তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর অধীনে এতদিন শুধুমাত্র স্মার্টফোনই লঞ্চ করেছে। তবে বর্তমানে এই...শাওমি (Xiaomi) তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর অধীনে এতদিন শুধুমাত্র স্মার্টফোনই লঞ্চ করেছে। তবে বর্তমানে এই ব্র্যান্ডটিও মার্কেটের অন্যান্য শীর্ষস্থানীয় নির্মাতাদের মতো অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে প্রবেশ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কোম্পানির তরফে কোনরকম ঘোষণার আগেই এখন আমেরিকার এফসিসি (FCC) সার্টিফিকেশন ডেটাবেসে আসন্ন Poco Stylus Pen দেখা গেছে। এফসিসি এই স্টাইলাস পেনের ডিজাইন প্রকাশ করেছে। অর্থাৎ, পোকোর প্রথম ট্যাব এস-পেন সাপোর্ট করতে চলেছে।
Poco Stylus Pen পেল FCC-এর অনুমোদন
2407CMPBCG মডেল নম্বর সহ পোকো স্টাইলাস পেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর প্ল্যাটফর্মে দেখা গেছে। এই স্টাইলাসে অ্যাপল পেন্সিল (Apple Pencil)-এর মতোই ডিজাইন রয়েছে বলে মনে হচ্ছে। স্টাইলাস পেনটি 2402-2480MHz ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করবে।
পোকো স্টাইলাস পেনের মডেল নম্বর 2407CMPBCG, যা শাওমি স্টাইলাস পেন এবং স্টাইলাস পেন (দ্বিতীয় প্রজন্ম)-এর মডেল নম্বরের সাথে মেলে না। জানিয়ে রাখি, শাওমি স্টাইলাস পেন এবং স্টাইলাস পেন (দ্বিতীয় প্রজন্ম)-এর মডেল নম্বর যথাক্রমে M2107K81PC এবং 23031MPADC। এর অর্থ হল যে, আসন্ন পোকো স্টাইলাস বাজারে বিদ্যমান শাওমি স্টাইলাস পেন-এর রিব্র্যান্ডেড সংস্করণ নয়, এটি একটি নতুন প্রোডাক্ট হবে।
উল্লেখ্য, এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে 24048MP07G মডেল নম্বর সহ একটি রেডমি (Redmi) ব্র্যান্ডের স্টাইলাসকেও স্পট করা যায়। পরে খোঁজখবর নিয়ে জানা গেছে যে, কোম্পানি নিঃশব্দে রেডমি স্টাইলাস ইতিমধ্যেই চালু করেছে, যা Redmi Pad এবং Redmi Pad SE-এর সাথে কম্প্যাটিবল।