Realme Pad 2 Lite শীঘ্রই বাজারে আসছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে মাইস্মার্টপ্রাইস এই ট্যাবলেটকে SIRIM এবং EMT সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পেয়েছে। প্রথম সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসটির নাম জানা গেছে। এছাড়া EMT সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে সামনে এসেছে যে, Realme Pad 2 Lite-এ 15 ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
Realme Pad 2 Lite হবে Realme Pad 2 এর সস্তা ভ্যারিয়েন্ট
কিছুদিন আগেই RMP2402 মডেল নম্বরের একটি ট্যাবকে অনলাইনে খুঁজে পাওয়া যায়। মনে করা হচ্ছিল এটি Pad 3 নামে লঞ্চ হবে। ইতিমধ্যেই একে ভারতের বিআইএস ও ক্যামেরা এফভি 5 সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে আজ সিরিম সার্টিফিকেশন সাইট নিশ্চিত করেছে যে, এটি Realme Pad 2 Lite নামে বাজারে আসবে। আর এটি প্যাড 2 এর একটি সস্তা মডেল হবে।
আরও পড়ুন: রাত পোহালেই লঞ্চ, Royal Enfield Classic 350-কে চ্যালেঞ্জ জানাবে এই বাইক
Realme Pad 2 Lite ট্যাবে থাকবে 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
বিআইএস সার্টিফিকেশন সাইট থেকে রিয়েলমি প্যাড 2 লাইট সম্পর্কে কোনও তথ্য উঠে আসেনি। তবে ক্যামেরা এফভি 5 থেকে জানা গেছে, এই ডিভাইসে 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আশা করা হচ্ছে যে, রিয়েলমি প্যাড 2 লাইট কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসবে।
রিয়েলমি প্যাড 2 এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি প্যাড 2 ট্যাবে 2000×1200 পিক্সেল রেজোলিউশনের 11.5-ইঞ্চি 2K ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 450 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে 8 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
আরও পড়ুন: হাই স্পিড ইন্টারনেট সহ ওটিটি সাবস্ক্রিপশন ও 300 লাইভ চ্যানেল, প্ল্যানের দাম শুরু 554 টাকা থেকে
পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি57 জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট। এর পিছনে 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য 8360 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।