Realme Pad 2 vs Realme Pad X: বড় স্ক্রিন ও বাহুবলী ব্যাটারির কোন ট্যাব আপনার কেনা উচিত

গতকাল অর্থাৎ ১৯শে জুলাই ভারতে আত্মপ্রকাশ করে বহুল প্রতীক্ষিত Realme Pad 2। নতুন এই ট্যাবলেটকে ২০,০০০ টাকারও কম...
SUPARNA 20 July 2023 1:38 PM IST

গতকাল অর্থাৎ ১৯শে জুলাই ভারতে আত্মপ্রকাশ করে বহুল প্রতীক্ষিত Realme Pad 2। নতুন এই ট্যাবলেটকে ২০,০০০ টাকারও কম প্রারম্ভিক মূল্যের সাথে এদেশে লঞ্চ করা হয়েছে। এটি Realme Pad X এর থেকেও সস্তায় এসেছে। তবে উত্তরসূরি Realme Pad 2 এবং পূর্বসূরি Realme Pad X -এর অডিও বিভাগ এবং চার্জিং ক্যাপাসিটির ক্ষেত্রে সদৃশ্যতা নজরে পড়বে। যদিও বাদবাকি ফিচারে পার্থক্য রয়েছে। সদ্য আগত মডেলটি তুলনায় অধিক র‌্যাম এবং স্টোরেজ অফার করছে। তবে কিছু বিভাগে আবার পূর্বসূরিটি এগিয়ে থাকছে। এমত অবস্থায় Realme Pad X নাকি নয়া Realme Pad 2, কোন ট্যাবলেটকে বেছে নেওয়া যথাযথ হবে এই প্রশ্ন সামনে আসছে। আসুন এদের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

Realme Pad 2 vs Realme Pad X : ডিসপ্লে

রিয়েলমি প্যাড ২ ট্যাবলেটে রয়েছে ব্লু লাইট প্রোটেকশন সহ ১১.৫২-ইঞ্চির ২কে (২০০০x১২০০ পিক্সেল) LCD ডিসপ্লে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং প্রযুক্তি এবং ও১ (O1) আল্ট্রা ভিশন ইঞ্জিনের সমর্থন সহ এসেছে।

রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটে ১১-ইঞ্চির WUXGA+ (১,২০০x২,০০পিক্সেল) ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে।

Realme Pad 2 vs Realme Pad X : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য রিয়েলমি প্যাড ২ ট্যাবে মালি জি৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। পাশাপাশি এতে ডাইনামিক র‌্যাম ফিচারের সুবিধাও পেয়ে যাবেন ইউজাররা। আলোচ্য মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। এই ইউজার ইন্টারফেস - মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, স্ক্রিন মিররিং, কনটেন্ট স্ক্যান, ডুয়াল উইন্ডো, স্প্লিট স্ক্রিন, ফ্লেক্সিবল উইন্ডো, স্মার্ট সাইডবার ইত্যাদি ফিচারের সুবিধা উপলব্ধ করবে।

এদিকে রিয়েলমি প্যাড এক্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। এতে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ পর্যন্ত স্টোরেজ মিলবে। আবার এতে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। আর এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।

Realme Pad 2 vs Realme Pad X : ক্যামেরা সেটআপ, অডিও বিভাগ

Realme Pad 2 মডেলটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত কোয়াড স্পিকার সিস্টেমের সাথে এসেছে।

বিপরীতে, Realme Pad X ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১০৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সমর্থিত ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা বর্তমান। আবার অডিও বিভাগের ক্ষেত্রে এতে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত কোয়াড স্পিকার সেটআপ পাওয়া যাবে।

Realme Pad 2 vs Realme Pad X : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি প্যাড ২ ট্যাবলেটে ৮,৩৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

রিয়েলমি প্যাড ট্যাবলেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৮,৩৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme Pad 2 vs Realme Pad X : দাম

ভারতে রিয়েলমি প্যাড ২ ট্যাবলেটকে দুটি স্টোরেজ বিকল্পে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা। এটি - ইমাজিনেশন গ্রে এবং ইন্সপিরেশন গ্রিন কালার অপশনে এসেছে।

এদেশের বাজারে রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের, যা ওয়াই-ফাই সংযোগ অফার করে। আবার একই স্টোরেজ কনফিগারেশন যুক্ত ওয়াই-ফাই এবং ৫জি কানেক্টিভিটি সহ আসা বিকল্পের দাম ২৫,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর, ওয়াই-ফাই ও ৫জি সংযোগ সহ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে নিয়ে আসা হয়েছে ২৭,৯৯৯ টাকায়। এটিকে দুটি আকর্ষণীয় কালার বিকল্পে পাওয়া যাবে – গ্লেসিয়ার ব্লু এবং গ্লোয়িং গ্রে।

Show Full Article
Next Story