বিশ্বের প্রথম ট্রান্সপ্যারেন্ট ট্যাবলেট লঞ্চ করল Red Magic, ফিচার্স চক্ষু চড়কগাছ করে দেবে

রেড ম্যাজিক তাদের ট্যাবলেট রেঞ্জে যোগ করেছে নতুন মডেল, Red Magic Gaming Tablet Pro। এই ডিভাইসটি ভিন্ন স্পেসিফিকেশন সহ...
Ananya Sarkar 5 Sept 2024 11:19 PM IST

রেড ম্যাজিক তাদের ট্যাবলেট রেঞ্জে যোগ করেছে নতুন মডেল, Red Magic Gaming Tablet Pro। এই ডিভাইসটি ভিন্ন স্পেসিফিকেশন সহ দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। নাম থেকেই স্পষ্ট যে, এগুলিকে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। ট্যাবলেটের মূল ইউএসপি হল এর রিয়ার প্যানেলের স্বচ্ছ ডিজাইন, যা একটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার। এটি একটি সাই-ফাই লুক অফার করে। আসুন Red Magic Gaming Tablet Pro এর সকল স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Red Magic Gaming Tablet Pro ট্যাবের স্পেসিফিকেশন এবং ফিচার

মূল হাইলাইট থেকে শুরু করা যাক। রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট প্রো এর একটি ডিটেরিয়াম ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। পিছনের প্যানেলের বাম দিকে একটি স্বচ্ছ স্ট্রিপ রয়েছে, যেখানে ওপরের দিকে একটি ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে একটি সার্কিট বোর্ডের ডিজাইন রয়েছে, যার মধ্যে প্রসেসরের নাম, কুলিং সিস্টেম এবং ব্র্যান্ডিংয়ের মতো ছাপানো টেক্সট রয়েছে, যা আলোকিত হতে পারে এবং আলোর রঙ পরিবর্তন করতে পারে। ট্যাবলেটটিতে একটি সিএনসি অ্যালুমিনিয়ামের মিড ফ্রেম এবং একটি ধাতব ব্যাক কভার রয়েছে।

আরও পড়ুন: গ্রাহকদের মন জয় করতে তৈরি Jio-Airtel, 200 টাকার কমে দিচ্ছে সেরা প্ল্যান

ডিসপ্লের ক্ষেত্রে, Red Magic Gaming Tablet Pro মডেলে পরিষ্কার এবং নিমগ্ন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের জন্য 10.9 ইঞ্চির স্ক্রিন রয়েছে, যা 2.8কে রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে, 3ডি এক্সপ্লোরার সংস্করণে 2ডি এবং 3ডি মোডগুলির মধ্যে স্যুইচ করার বিকল্প সহ 12.1 ইঞ্চির 144 হার্টজ ডিসপ্লে রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Red Magic Gaming Tablet Pro এ Qualcomm Snapdragon 8 Gen 3 Leading Edition প্রসেসর রয়েছে, যেখানে 3D Explorer Edition এ Snapdragon 8 Gen 2 প্রসেসরটি রয়েছে। এটি 16 জিবি এল পিডিডিআর5এক্স র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ অফার করে। ডিভাইসটিতে একটি 3D ইন্টারনাল সার্কুলেশন এয়ার ডাক্ট, একটি 3D হিট পাইপ এবং একটি বৃহৎ আন্ডার-স্ক্রিন হিট ডিসিপেশন অ্যালয় রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটি 10,100 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 120 ওয়াট ফাস্ট চার্জিং এবং 3D Explorer Edition সর্বোচ্চ 66 ওয়াট চার্জিং সাপোর্ট করে। পরের মডেলটি 5জি কম্প্যাটিবল।

আরও পড়ুন: PLI: সরকারের এক স্কিমেই ‘খেল খতম’ চীনের, মোবাইল স্মার্টফোন কোম্পানিদের একের পর এক ভারতে এন্ট্রি

গেমিং ট্যাবলেট হওয়া সত্ত্বেও, Red Magic Gaming Tablet Pro মডেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা রয়েছে৷ 3D Explorer Edition-এ 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান৷ অডিওর জন্য, এতে 4-চ্যানেল স্পিকার রয়েছে।

Red Magic Gaming Tablet Pro ট্যাবের দাম এবং লভ্যতা

চীনা বাজারে Red Magic Gaming Tablet Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,099 ইউয়ান (প্রায় 48,540 টাকা) এবং 4,599 ইউয়ান (প্রায় 54,500 টাকা)। আর টপ-এন্ড 24 জিবি + 1 টিবি স্টোরেজ মডেলটি 5,699 (প্রায় 67,500 টাকা) মূল্যে পাওয়া যাবে। অন্যদিকে, Red Magic Gaming Tablet Pro 3D Explorer Edition-এর ট্যাবলেটটির 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 6,499 ইউয়ান (প্রায় 77,000 টাকা) এবং 7,299 ইউয়ান (86,450 টাকা)। ডিভাইসটি চীনের বাইরের বাজারে লঞ্চ হবে কিনা, এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story