ব্যাটারি থেকে ক্যামেরা, লঞ্চের আগেই ফাঁস হল Redmi Pad 2 ট্যাবের বহু গুরুত্বপূর্ণ তথ্য

রেডমি গত বছর তাদের Redmi Pad-এর হাত ধরে ট্যাবলেটের মার্কেটে পা রেখেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি এখন এর...
techgup 14 Jun 2023 11:08 PM IST

রেডমি গত বছর তাদের Redmi Pad-এর হাত ধরে ট্যাবলেটের মার্কেটে পা রেখেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি এখন এর উত্তরসূরি অর্থাৎ Redmi Pad 2-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। আসন্ন ট্যাবলেটটিকে ইতিমধ্যেই ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছে। আর এখন, এক নির্ভরযোগ্য চীনা টিপস্টার Redmi Pad 2-এর বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন।

ফাঁস হল Redmi Pad 2-এর স্পেসিফিকেশন

ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, রেডমি প্যাড ২-এর ডিসপ্লের আকার ১০ থেকে ১১ ইঞ্চি পর্যন্ত হবে। এতে 2K রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ এলসিডি প্যানেল থাকবে। আসন্ন ট্যাবলেটটিতে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে বলে জানা গেছে। রেডমি প্যাড ২ ট্যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছেন যে রেডমি প্যাড ২ একটি এন্ট্রি-লেভেল মডেল হিসাবে বাজারে আসবে। তবে, আসন্ন ডিভাইসটির সম্পর্কে এর বেশি তথ্য এখনও সামনে আসেনি। ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি দেখে মনে হচ্ছে রেডমি প্যাড ২ তার পূর্বসূরির তুলনায় একাধিক বিভাগে আপগ্রেড পাবে।

জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া Redmi Pad-এ 2K রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১০.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি ওটিটি (OTT) অ্যাপে এইচডি কন্টেন্ট স্ট্রিম করার জন্য ওয়াইডভাইন এল১ (Widevine L1) সার্টিফিকেশন প্রাপ্ত। ট্যাবলেটটি ডলবি অ্যাটমস-সার্টিফায়েড কোয়াড-স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন দ্বারা সজ্জিত। Redmi Pad মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। এটিতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৮,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story