Redmi Pad 2: রেডমির নয়া ট্যাবের চিপসেটের নাম ফাঁস, ক্যামেরা ও ডিসপ্লে ফিচারও প্রকাশ্যে

শাওমি (Xiaomi)-এর অন্যতম জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি, গত বছর অক্টোবর মাসে Redmi Pad-এর হাত ধরে ক্রমবর্ধমান...
Ananya Sarkar 25 May 2023 4:56 PM IST

শাওমি (Xiaomi)-এর অন্যতম জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি, গত বছর অক্টোবর মাসে Redmi Pad-এর হাত ধরে ক্রমবর্ধমান অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করেছিল। বর্তমানে শোনা যাচ্ছে ব্র্যান্ডটি ইতিমধ্যেই গত বছরের মডেলের উত্তরসূরি হিসাবে Redmi Pad 2-এর ওপর কাজ শুরু করে দিয়েছে৷ আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, রেডমির আসন্ন ট্যাবলেটটি Qualcomm Snapdragon 680 প্রসেসর দ্বারা চালিত হবে৷ এছাড়াও, তিনি ডিভাইসটির ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন। আপকামিং Redmi Pad 2 সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Redmi Pad 2-এর প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরার বিবরণ

ক্যাসপার স্ক্রেজিপেক টুইটারে দাবি করেছেন যে, রেডমি প্যাড ২-তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেটটি ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, প্রথম প্রজন্মের রেডমি প্যাড মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। তবে এই মোবাইল প্ল্যাটফর্মটির তুলনায়, স্ন্যাপড্রাগন ৬৮০ একটি ডাউনগ্রেড হবে, কারণ হেলিও জি৯৯-এ কর্টেক্স-এ৭৬ (পারফরম্যান্স) এবং কর্টেক্স-এ৫৫ (এফিসিয়েন্সি) কোর রয়েছে৷

এর পাশাপাশি টিপস্টার এও জানিয়েছেন যে, রেডমি প্যাড ২-এ ১,২০০ × ১,৯২০ পিক্সেলের রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১০.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। সুতরাং ডিসপ্লের দিক থেকে, রেডমি প্যাড ২ এর পূর্বসূরির মতোই হবে এবং এই বিভাগে কোনও আপগ্রেড নাও দেখা যেতে পারে।

এছাড়া, Redmi Pad 2-এর রিয়ার প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। আর ট্যাবলেটটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে শোনা যাচ্ছে, যা সত্যি হলে, এটিও পূর্বসূরির তুলনায় একটি ডাউনগ্রেড হবে। কেননা, Redmi Pad একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে।

সবশেষে, আসন্ন রেডমি ট্যাবলেটটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণ অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩-এর সাথে প্রি-লোড করা হবে বলে জানা গেছে। আর প্রথম প্রজন্মের রেডমি ট্যাবলেটের মতো, এটিও কোম্পানির নিজস্ব এমআইইউআই (MIUI) কাস্টম স্কিনে রান করবে। তবে এই তথ্যগুলি ছাড়া, আপাতত আসন্ন Redmi Pad 2 সম্পর্কে আর কিছুই প্রকাশ্যে আসেনি। ব্যাটারি, চার্জিং এবং স্টোরেজ সংক্রান্ত বিবরণগুলি আপাতত অজানাই রয়েছে। তবে আশা করা যায় শীঘ্রই এই তথ্যগুলিও প্রকাশিত হবে।

Show Full Article
Next Story