- Home
- »
- ট্যাবলেট »
- Redmi Pad Pro 5G: দুর্দান্ত ট্যাব লঞ্চ...
Redmi Pad Pro 5G: দুর্দান্ত ট্যাব লঞ্চ করল রেডমি, মুশকিল আসান করবে 10,000mah ব্যাটারি
Redmi Pad Pro 5G ট্যাবলেটটি আজ (৩০ মে) আনুষ্ঠানিকভাবে বাজারে আত্মপ্রকাশ করলো। গতমাসে এর ওয়াই-ফাই সংস্করণটি চীনে লঞ্চ...Redmi Pad Pro 5G ট্যাবলেটটি আজ (৩০ মে) আনুষ্ঠানিকভাবে বাজারে আত্মপ্রকাশ করলো। গতমাসে এর ওয়াই-ফাই সংস্করণটি চীনে লঞ্চ হওয়ার পর সম্প্রতি বিশ্ববাজারেও পা রেখেছে। আর এবার এই জনপ্রিয় ট্যাবটির 5G সংস্করণটিও বাজারে এসেছে। কানেক্টিভিটি ছাড়া Redmi Pad Pro 5G ট্যাবের অন্যান্য স্পেসিফিকেশনগুলি এর ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের মতোই। অর্থাৎ এতে রয়েছে বড় ১২.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি। আসুন Redmi Pad Pro 5G সংস্করণের দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi Pad Pro 5G: স্পেসিফিকেশন
রেডমি প্যাড প্রো ৫জি ডুয়েল সিম সাপোর্ট সহ এসেছে এবং উভয় সিমের জন্যই 5G সংযোগ প্রদান করে। ট্যাবটির সামনে ২,৫৬০ × ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১২.১ ইঞ্চির ২.৫কে এলসিডি স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত।
পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবটিতে সর্বোচ্চ ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭১০ জিপিইউ-এর সাথে যুক্ত। ডিভাইসটি ৬ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের বিকল্পগুলির সাথে এসেছে। তবে মাইক্রোএসডির মাধ্যমে এর স্টোরেজ ক্ষমতা ১.৫ টিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, Redmi Pad Pro 5G মডেলে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, ট্যাবলেটটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ইনফ্রারেড সেন্সর রয়েছে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট এবং ডুয়েল মাইক্রোফোন সহ কোয়াড স্পিকার রয়েছে।
রেডমির এই লেটেস্ট ট্যাবলেটটির পরিমাপ ২৮০×১৮১.৮৫×৭.৫২ মিলিমিটার এবং ওজন ৫৭১ গ্রাম। Redmi Pad Pro 5G ট্যাবের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অপশনাল 5G, ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ব্যান্ডে ওয়াই-ফাই ৬ (৮০২.১১ এসি), ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি ২.০ অন্তর্ভুক্ত রয়েছে৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Pad Pro 5G ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।
Redmi Pad Pro 5G: মূল্য এবং লভ্যতা
চীনা বাজারে Redmi Pad Pro 5G ট্যাবলেটের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা), যেখানে ৮ জিবি র্যাম + ২৫৬ স্টোরেজ মডেলটি ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,২০০ টাকা) মূল্যে কেনা যাবে। এটি এই মুহূর্তে চীনে একটি ডিপ গ্রে কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে শীঘ্রই রেডমির এই ট্যাবলেটটি ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।