কম দামী স্মার্টফোনের পর এবার সস্তায় ট্যাব আনছে রেডমি, থাকবে সিম সাপোর্ট এবং বড় স্ক্রিন

কয়েক সপ্তাহ ধরেই রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি ট্যাবলেটটিকে নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই ট্যাবটির একটি লাইভ ছবিও অনলাইনে ফাঁস...
Ananya Sarkar 29 Jun 2024 12:08 PM IST

কয়েক সপ্তাহ ধরেই রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি ট্যাবলেটটিকে নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই ট্যাবটির একটি লাইভ ছবিও অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি ট্যাবটিকে থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এই ফোনটির আসন্ন আগমনের ইঙ্গিত দিয়েছে। আসুন এখনও পর্যন্ত এই রেডমি ট্যাবটির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি ফোনটিকে দেখা গেল এনবিটিসি সার্টিফিকেশন ডেটাবেসে

২৪০৭৬আরপি১৯জি মডেল নম্বর সহ একটি ট্যাবলেটটিকে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনটি রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি নামটি নিশ্চিত করেছে এবং ইঙ্গিত করেছে যে এটি খুব শীঘ্রই থাইল্যান্ডের মার্কেটে পা রাখবে। এর আগে এই ট্যাবলেটটিকে ২৪০৭৬আরপি১৯আই মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়েবসাইটেও উপস্থিত হয়েছিল। যদিও এই সার্টিফিকেশনটি কোনও স্পেসিফিকেশন নিশ্চিত করে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন প্রকাশ করেছে যে রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি শাওমির হাইপারওএস ১.০ অপারেটিং সিস্টেম, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৪জি এলটিই সাপোর্ট করবে এবং এতে একটি এফএম রিসিভার অন্তর্ভুক্ত করবে।

এই ট্যাবলেটটি সম্ভবত বিদ্যমান রেডমি প্যাড এসই ট্যাবলেটের একটি ছোট সংস্করণ হতে পারে, যা একটি ১১ ইঞ্চির ডিসপ্লে অফার করে। আসন্ন রেডমি প্যাড এসই ৮.৭ ৪জি মডেল থেকে কি কি আশা করা যায়, সে সম্পর্কে ধারণা পেতে আসুন রেডমি প্যাড এসই ট্যাবলেটের বৈশিষ্ট্যগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

রেডমি প্যাড এসই ট্যাবের স্পেসিফিকেশন

রেডমি প্যাড এসই ট্যাবলেটে রয়েছে ১ ইঞ্চির ৮ বিট এলসিডি স্ক্রিন, যার রেজোলিউশন ১,৯২০ x ১,২০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪০০ নিট। ফোনটিতে তিনটি র‍্যাম বিকল্প সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে, যা ৪ জিবি, ৬ জিবি বা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইএমইএমসি ৫.১ স্টোরেজ৷ এছাড়াও, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে যা ১ টিবি পর্যন্ত মেমরি এক্সপ্যানশন সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটি ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৮ ঘন্টার বেশি ভিডিও প্লেব্যাক প্রদান করে এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ রেডমি প্যাড এসই-তে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ডলবি অ্যাটমস টিউনিং এবং হাই-রেস অডিও সাপোর্ট সহ একটি কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে।

রেডমি প্যাড এসই ট্যাবটি প্যাডের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই কাস্টম স্কিনে চলে এবং এআই ফেস আনলক সাপোর্ট অফার করে। এটি একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। সংযোগের জন্য, ডিভাইসটিতে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ) এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে।

Show Full Article
Next Story