- Home
- »
- ট্যাবলেট »
- Redmi Pad 8.7: ভারতে লঞ্চের আগেই ফাঁস...
Redmi Pad 8.7: ভারতে লঞ্চের আগেই ফাঁস রেডমির নতুন ট্যাবের ছবি ও স্পেসিফিকেশন
শাওমি সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী ২৯ জুলাই ভারতে তারা রেডমি প্যাড এসই ৪জি, ওরফে রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবলেটটি লঞ্চ...শাওমি সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী ২৯ জুলাই ভারতে তারা রেডমি প্যাড এসই ৪জি, ওরফে রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবলেটটি লঞ্চ করবে। ব্র্যান্ডটি প্রাথমিক ঘোষণার সময় ডিভাইসটির সর্ম্পকে কিছু তথ্যও শেয়ার করেছে। তবে, ট্যাবলেট সম্পর্কে সূক্ষ্ম বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে এক টিপস্টার এখন রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবলেটটির স্পেসিফিকেশন এবং রেন্ডার শেয়ার করেছেন। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবের ডিজাইন এবং স্পেসিফিকেশন
টিপস্টার সুধাংশু আম্ভোরে সম্প্রতি রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবের রেন্ডার এবং স্পেসিফিকেশন এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন। শেয়ার করা রেন্ডার অনুসারে, ট্যাবলেটটি একটি বক্সি ডিজাইন এবং সামনে চওড়া বেজেল সহ আসবে। ট্যাবলেটের ওপরে এবং নীচে ফায়ারিং স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে।
স্পেসিফিকেশনের জন্য, রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবলেটটিতে ১,৩৪০ x ৮০০ পিক্সেলের এইচডি রেজোলিউশন সহ ৮.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে বলে দাবি করা হয়েছে। এটি একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে, যার সাথে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ থাকবে। ট্যাবলেটটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে, যা ২ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ সক্ষম করে। ফটোগ্রাফির জন্য, ট্যাবলেটটিতে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
রেডমি প্যাড এসই ৮.৭ ট্যাবের স্পিকারগুলি ডলবি অ্যাটমস অডিও সাপোর্টের সাথে আসবে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি প্যাড এসই ৮.৭ বড় ৬,৬৫০ এমএএইচ ব্যাটারি অফার করবে, যা একটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যেতে পারে। টিপস্টার এই মডেলের জন্য ৪জি এলটিই-এর সাপোর্ট নিশ্চিত করেনি, যদিও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা গেছে যে, এটি একটি ৪জি মডেল।