Redmi-র নতুন ট্যাবের লঞ্চের তারিখ প্রকাশ্যে, বড় ডিসপ্লের সঙ্গে বিশাল ব্যাটারি আকর্ষণ

গত মাসে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফলভাবে লঞ্চ হওয়ায় পর, রেডমি বর্তমান তাদের Redmi Pad SE ট্যাবলেটটি চীনা বাজারে...
Ananya Sarkar 19 Sept 2023 10:45 AM IST

গত মাসে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফলভাবে লঞ্চ হওয়ায় পর, রেডমি বর্তমান তাদের Redmi Pad SE ট্যাবলেটটি চীনা বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গ্লোবাল মার্কেটে এই বাজেট-ফ্রেন্ডলি ট্যাবলেটটির প্রারম্ভিক মূল্য মাত্র ১৯৯ ইউরো (প্রায় ১৭,৭০০ টাকা), যা বিশ্ববাজারের ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। বিদেশের মার্কেটে ভালো সাড়া পাওয়ার পর, এখন চীনা ব্র্যান্ডটি তাদের হোম মার্কেটে Redmi Pad SE-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেছে।

ঘোষিত হল Redmi Pad SE-এর লঞ্চের তারিখ

রেডমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, নয়া রেডমি প্যাড এসই ট্যাবলেটের চীনা সংস্করণটি আগামী ২১ সেপ্টেম্বর লঞ্চ করা হবে। সংস্থার তরফে ট্যাবের বিশেষ ফিচারগুলিও নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১১ ইঞ্চির ডিসপ্লে, টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশন, এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এই বৈশিষ্ট্যগুলি গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথে সাদৃশ্যপূর্ণ, যা ইঙ্গিত করে যে চীনা মডেলটি তার আন্তর্জাতিক সংস্করণের মতো একই স্পেসিফিকেশন অফার করবে।

Redmi Pad SE-এর স্পেসিফিকেশন (গ্লোবাল মডেল)

রেডমি প্যাড এসই-তে রয়েছে ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি লো ব্লু লাইট নির্গমনের জন্য টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর সার্টিফিকেশন প্রাপ্ত। ট্যাবটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত এবং এটি ৪ জিবি, ৬ জিবি বা ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে উপপলব্ধ। তবে এই সবকটি মডেলেই মিলবে ১২৮ স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে প্রসারিতও করা যায়।

ফটোগ্রাফির জন্য, Redmi Pad SE ট্যাবে ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট সহ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে৷ অডিওর জন্য, Pad SE-তে কোয়াড স্পিকার, ডলবি অ্যাটমোস প্রযুক্তি এবং হাই-রেস অডিও সাপোর্ট রয়েছে, যা দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad SE-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই প্যাড ১৪ (MIUI Pad 14) কাস্টম সফ্টওয়্যার স্কিনে চলে, যা ইউজার-ফ্রেন্ডলি এবং ফিচার-সমৃদ্ধ ইন্টারফেস প্রদান করে।

Show Full Article
Next Story