বড় ডিসপ্লের‌ সাথে বাহুবলী ব্যাটারি, ফিচারে ভরা Redmi Pad SE বিশ্ববাজারে লঞ্চের আগে পেল TDRA থেকে ছাড়পত্র

শাওমি (Xiaomi) সম্প্রতি আগামী ১৪ অগাস্ট চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে, যেখানে ব্র্যান্ডটি Xiaomi Mix Fold 3,...
Ananya Sarkar 13 Aug 2023 11:37 AM IST

শাওমি (Xiaomi) সম্প্রতি আগামী ১৪ অগাস্ট চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে, যেখানে ব্র্যান্ডটি Xiaomi Mix Fold 3, Xiaomi Pad 6 Max এবং Redmi K60 Ultra-এর উপর থেকে পর্দা সরাবে। এর পাশাপাশি, এই ইভেন্টে ব্র্যান্ডটি Redmi Pad SE-ও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই আসন্ন ট্যাবটি চীনের বাইরের বাজারেও খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কেননা এখন Redmi Pad SE-কে সংযুক্ত আরব আমিরাত (UAE)-এর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। এটি থেকে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

Redmi Pad SE পেল TDRA-এর অনুমোদন

23073RPBFG মডেল নম্বর সহ রেডমি প্যাড এসই টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যদিও সার্টিফিকেশন সাইটটি কোনও স্পেসিফিকেশন-সম্পর্কিত বিবরণ প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত করে যে ট্যাবলেটটি সংযুক্ত আরব আমিরাতে লঞ্চ হওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে। আশা করা যায় যে ট্যাবলেটটি আগামী দিনে অন্যান্য আঞ্চলিক সার্টিফিকেশন ডেটাবেসেও উপস্থিত হবে। আপাতত, ট্যাবলেটের ফাঁস হওয়া স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

Redmi Pad SE-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রেডমি প্যাড এসই-তে ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০৭ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। স্ক্রিনটিতে ৪০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০ শতাংশ এনটিএসসি (NTSC) কালার গ্যামট কভারেজ পাওয়া যাবে। রেডমি প্যাড এসই-কে চালনা করবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যেটিকে সম্ভবত প্যাড ইন্টারফেসের জন্য এমআইইউআই (MIUI)-এর সাথে কাস্টমাইজ করা হবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Pad SE-তে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ট্যাবটি শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য, Redmi Pad SE-তে ডলবি অ্যাটমস দ্বারা ফাইন টিউন করা একটি কোয়াড-স্পিকার সিস্টেম অবস্থান করবে। তবে, এতে কোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, অর্থাৎ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য শুধুমাত্র ফেস আনলক ফিচারের ওপর নির্ভর করতে হবে। পরিশেষে, রেডমির এই ট্যাবলেটটি স্টাইলাস সাপোর্টের সাথে আসবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story