Redmi Pad SE কোয়াড স্পিকার, ৮ জিবি র‌্যাম ও ৮০০০ mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম ২০ হাজার টাকার মধ্যে

Xiaomi অবশেষে তাদের সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট Redmi Pad SE লঞ্চ করল। বেশি র‌্যামের সাথে এই ট্যাবে পাওয়া যাবে বড়...
Julai Modal 17 Aug 2023 12:13 AM IST

Xiaomi অবশেষে তাদের সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট Redmi Pad SE লঞ্চ করল। বেশি র‌্যামের সাথে এই ট্যাবে পাওয়া যাবে বড় ডিসপ্লে। আজ্ঞে হ্যাঁ! Redmi Pad SE ট্যাবে দেখা যাবে ১১ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। আর এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আসুন ট্যাবলেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Redmi Pad SE এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি প্যাড এসই-তে রয়েছে ১১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১৯২০×১২০০ পিক্সেল রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিটস পিক ব্রাইটনেস এবং টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন অফার করবে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান, যা ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারবে। আবার রেডমি প্যাড এসই কোয়াড স্পিকার সেটআপ সহ এসেছে, যা ডলবি অ্যাটমস এবং হাই-রেস অডিও সাপোর্ট
করে।

নতুন Redmi Pad SE ট্যাবলেটে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এটি ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে এসেছে। সাথে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Redmi Pad SE ট্যাবটি ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর ৪৭৮ গ্রাম ওজনের নতুন ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই প্যাড ১৪ কাস্টম স্কিনে চলবে। এতে কানেক্টিভিটি অপশন হিসেবে দেওয়া হয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

Redmi Pad SE এর দাম

রেডমি প্যাড এসই ট্যাবলেটটি ল্যাভেন্ডার পার্পল, গ্রাফাইট গ্রে এবং মিন্ট গ্রিন কালারে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১৯৯ ইউরো (প্রায় ১৮,০০০ টাকা), ৬ জিবি + ১২৮ জিবি মডেলের জন্য ২২৯ ইউরো (প্রায় ২০,০০০ টাকা) এবং ৮ জিবি + ১২৮ জিবি মডেলের জন্য ২৪৯ ইউরো (প্রায় ২২,৬০০ টাকা) মূল্য ধার্য করা হয়েছে।

Show Full Article
Next Story