যত খুশি ব্যবহার করুন, বিশাল 11,220mAh ব্যাটারি দিয়ে নতুন ট্যাব আনছে Samsung

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Tab S9 সিরিজের ট্যাবলেটগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই সিরিজের...
Ananya Sarkar 6 April 2023 1:52 PM IST

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Tab S9 সিরিজের ট্যাবলেটগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ট্যাবলেট হিসাবে বাজারে আসতে চলেছে Galaxy Tab S9 Ultra। আনুষ্ঠানিক লঞ্চের আগেই এখন এর কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে। এক সুপরিচিত টিপস্টার ট্যাবলেটটির পরিমাপ, ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরম্যান্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Galaxy Tab S9 Ultra-এর প্রধান স্পেসিফিকেশন

টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এর পরিমাপ তার পূর্বসূরি ট্যাব এস৮ আল্ট্রার মতোই হবে, অর্থাৎ ২০৮.৬ x ৩২৬.৪ x ৫.৫ মিলিমিটার। এটিতে ১৪.৬ ইঞ্চির ডাব্লিউকিউএক্সজিএ+ ডিসপ্লে থাকবে এবং এটি ১১,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এর সাথে চার্জার সরবরাহ করা হবে না বলেই মনে করা হচ্ছে। ট্যাবলেটটির ওজন প্রায় ৭৩৭ গ্রাম হতে পারে, লম্বা ফর্ম ফ্যাক্টর এবং একটি শক্তিশালী ব্যাটারি এটিকে কিছুটা ভারী করে তুলবে।

এছাড়াও জানা গেছে যে, গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এ একটি আপগ্রেডেড পারফরম্যান্স ইউনিট থাকবে। কেননা স্যামসাং এই ট্যাবে ৩.৩৬ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লক স্পিড সহ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেটের একটি কাস্টমাইজড সংস্করণ ব্যবহার করবে, যা স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজেও রয়েছে। ট্যাবলেটটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম অফার করবে বলে আশা করা হচ্ছে।

পরিশেষে, জল এবং ধুলো প্রতিরোধের জন্য, Galaxy Tab S9 Ultra আইপি৬৮ (IP68) রেটিং সহ আসবে বলে জানা গেছে, যা সাধারণত অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলিতে দেখা যায় না। এর অর্থ হল, আসন্ন ডিভাইসটি প্রায় ৩০ মিনিট পর্যন্ত ১.৫ মিটার গভীর জলে ডুবে থাকলেও খারাপ হবে না এবং সেইসাথে এটি ধুলোও প্রতিরোধ করবে। এগুলি ছাড়া, Samsung Galaxy Tab S9 Ultra-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা যায়, খুব শীঘ্রই বিভিন্ন সূত্র থেকে আরও তথ্য সামনে আসবে।

Show Full Article
Next Story