সস্তায় শক্তিশালী ব্যাটারি সহ 11 ইঞ্চি ডিসপ্লে, Samsung লঞ্চ করল Galaxy Tab A9 ও A9+

Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+ খুব সম্প্রতি ভারত, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে লঞ্চ হয়েছে। এই বাজেট...
Ananya Sarkar 24 Oct 2023 11:16 AM IST

Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+ খুব সম্প্রতি ভারত, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে লঞ্চ হয়েছে। এই বাজেট ট্যাবলেটগুলি এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের আরও কিছু দেশের বাজারে প্রবেশ করেছে। উভয় ট্যাবই এলসিডি ডিসপ্লে, ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.৩ সংযোগ সহ এসেছে। স্ট্যান্ডার্ড মডেলটি MediaTek প্রসেসর এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারি অফার করে। অন্যদিকে, Pro মডেলটি Qualcomm Snapdragon চিপসেট এবং বড় ৭,০৪০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। আসুন মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্যামসাং ট্যাব সিরিজের দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯-এ ৮.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৮০০ x ১,৩৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এতে একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯-এ ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস বৃহত্তর ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা ১,৯২০ x ১,২০০ পিক্সেলের উচ্চতর রেজোলিউশন এবং দ্রুততর ৯০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। পারফরম্যান্সের জন্য, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। ক্যামেরার ক্ষেত্রে, ট্যাব এ৯+এ একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। উন্নততর অডিও অভিজ্ঞতার জন্য, ট্যাবলেটটিতে একেজি (AKG)-টিউনড কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস-এ ১৫ ওয়াট চার্জিং ক্ষমতা সহ ৭,০৪০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

এছাড়া, Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+ উভয় ট্যাবলেটই সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.৩ -এর মতো কানেক্টিভিটি অপশন অফার করে৷ পাশাপাশি, এগুলি ইউজার-ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ওয়ান ইউআই (One UI) ইন্টারফেসের সাথে এসেছে।

Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+এর মূল্য এবং লভ্যতা

Samsung Galaxy Tab A9 এবং Samsung Galaxy Tab A9+ দুই ট্যাবলেটই গ্রাফাইট, সিলভার এবং নেভি - এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে, সে দেশে ক্যারিয়ার, রিটেইলার এবং বাজারের ওপর ভিত্তি করে মূল্য এবং লভ্যতা আলাদা হতে পারে, তাই স্যামসাংয়ের স্থানীয় রিটেইল পার্টনার বা অফিসিয়াল স্টোরগুলিই ট্যাব দুটির প্রকৃত দাম প্রকাশ করতে পারবে। প্রসঙ্গত, ভারতে ট্যাবগুলির দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু।

Show Full Article
Next Story