Sammsung-এর বড় তথ্য ফাঁস, লঞ্চের আগেই Tab S9 FE, Tab A9, ও S23 FE-র ফিচার জেনে রাখুন

স্যামসাং (Samsung) বর্তমানে ফোন এবং ট্যাবলেট সহ বেশ কয়েকটি নতুন স্মার্ট ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন...
Ananya Sarkar 22 Sept 2023 7:30 PM IST

স্যামসাং (Samsung) বর্তমানে ফোন এবং ট্যাবলেট সহ বেশ কয়েকটি নতুন স্মার্ট ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন গ্যাজেটগুলির মধ্যে অন্যতম Samsung Galaxy Tab A9, Galaxy Tab S9 FE ট্যাবলেট এবং Galaxy S23 FE স্মার্টফোনটি এখন গুগল প্লে কনসোল (Google Play Console)-এ উপস্থিত হয়েছে৷ যেখান থেকে তিনটি মডেলেরই বেশ কিছু গোপন তথ্য প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy Tab S9 FE:

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজটি গত জুলাই মাসে লঞ্চ করা হয়। আর বর্তমানে সামান্য ডাউনগ্রেড করা স্পেসিফিকেশনের সাথে এর ফ্যান এডিশনের মডেলগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। ওয়াইফাই ভ্যারিয়েন্টটি চারটি এআরএম কর্টেক্স এ৭৮ কোর এবং চারটি কর্টেক্স-এ৫৫ কোর সমন্বিত স্যামসাং এক্সিনস ১৩৮০ প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং মালি জি৬৮ জিপিইউ সহ গুগল প্লে কনসোলের ডেটাবেসে উপস্থিত হয়েছে। ট্যাব এস৯ এফই-তে ১,৪৪০ x ১,২০৪ পিক্সেলের রেজোলিউশন এবং ২৮০ ডিপিআই পিক্সেল ডেনসিটি সহ একটি ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-এর একটি রেন্ডার ইমেজও প্রকাশিত হয়েছে, যা গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস-এর সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পিছনে একটাই ক্যামেরা রয়েছে। আগের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই ৪৫ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৯,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হবে।

Samsung Galaxy Tab A9:

স্যামসাং আরও একটি সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে, যা Galaxy Tab A9 নামে আত্মপ্রকাশ করবে। এটি এখন SM-X115 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলের তালিকায় হাজির হয়েছে, যা এই ট্যাবে MediaTek Helio G99 প্রসেসর, Mali G57 জিপিইউ এবং ৪ জিবি র‍্যামের উপস্থিতি নিশ্চিত করে৷ এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে ৮০০ x ১,৩৪০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে।

এছাড়াও, Galaxy Tab A9-এ একটি রিয়ার এবং একটি ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে এবং এটি ৪জি সংযোগ সাপোর্ট করবে। বাজেট রেঞ্জের ট্যাবটি ইতিমধ্যেই ভারতের বিআইএস (BIS), সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) এবং থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর মতো একাধিক সার্টিফিকেশনেও উপস্থিত হয়েছে।

Samsung Galaxy S23 FE:

স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত Galaxy S23 FE স্মার্টফোনটিও গুগল প্লে কনসোললে উপস্থিত হয়েছে। যা প্রকাশ করেছে যে, এটি দুটি চিপসেট ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – Samsung Exynos 2200 এবং Qualcomm Snapdragon 8 Gen 1। এছাড়াও লিস্টিং থেকে জানা গেছে যে, S23 FE-তে ৮ জিবি র‍্যাম এবং ফুলএইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে৷ এই স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং স্যামসাংয়ের বর্তমান ডিভাইস লাইনআপের মতো ডিজাইন ল্যাঙ্গুয়েজ বহন করবে।

জানিয়ে রাখি, ইতিমধ্যে বিভিন্ন সূত্রে Samsung Galaxy S23 FE-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। স্মার্টফোনটি ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে। ফটোগ্রাফির জন্য, Galaxy S23 FE-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পরিশেষে, Samsung Galaxy S23 FE ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story