কমদাবী ট্যাবে শক্তিশালী প্রসেসর, Samsung Galaxy Tab A9-এর লঞ্চ শুধু সময়ের অপেক্ষা

জুলাই মাসে ফ্ল্যাগশিপ Galaxy Tab S9 সিরিজ লঞ্চের পর, স্যামসাং (Samsung) বর্তমানে সাশ্রয়ী মূল্যের নতুন Galaxy Tab A9...
Ananya Sarkar 18 Sept 2023 3:07 PM IST

জুলাই মাসে ফ্ল্যাগশিপ Galaxy Tab S9 সিরিজ লঞ্চের পর, স্যামসাং (Samsung) বর্তমানে সাশ্রয়ী মূল্যের নতুন Galaxy Tab A9 সিরিজটি বাজার আনার লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে। এই লাইনআপে Galaxy Tab A9 এবং Galaxy Tab A9+ মডেলের দু'টি ট্যাব আসবে বলে জানা গিয়েছে। বাজারে পা রাখার আগে এই সিরিজের বেস মডেলটি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ উপস্থিত হয়ে প্রসেসরের নাম সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে এনেছে।

Samsung Galaxy Tab A9 গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে দেখা গেল

স্যামসাংয়ের আসন্ন মিড-রেঞ্জ ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব এ৯ গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে অক্টা-কোর প্রসেসর থাকবে, যার ছয়টি কোর ২.০ গিগাহার্টজে রান করবে ও বাকি দুটি কোরের ক্লক স্পিড ২.২০ গিগাহার্টজ। এই চিপসেটটি গ্রাফিক্সের জন্য মালি-জি৫৭ এমসি২ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, গ্যালাক্সি ট্যাব এ৯ মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসরের সাথে আসবে।

এছাড়া, গিকবেঞ্চ ডেটাবেসটি এও নিশ্চিত করেছে যে নতুন স্যামসাং ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং কমপক্ষে ৪ জিবি র‍্যাম অফার করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ সিঙ্গেল কোর টেস্টে ৭৩৫ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে, মাল্টি কোর পরীক্ষার স্কোর ১,৭৬৬ পয়েন্ট।

এছাড়াও, সম্প্রতি স্ট্যান্ডার্ড Galaxy Tab A9 ট্যাবটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদন লাভ করেছে, যা এদেশে ট্যাবটির আগমনের ইঙ্গিত দেয়। এছাড়াও জানা গেছে যে Samsung Galaxy Tab A9-এ বড় ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে SM-X110 (ওনলি ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট) মডেল নম্বর সহ দেখা গিয়েছে। যদিও, স্যামসাং আনুষ্ঠানিকভাবে Tab A9 সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু বলেনি।

Show Full Article
Next Story