- Home
- »
- ট্যাবলেট »
- সাশ্রয়ী মূল্যে Samsung Galaxy Tab A9 ও...
সাশ্রয়ী মূল্যে Samsung Galaxy Tab A9 ও Tab A9+ দেবে ট্যাবলেট ব্যবহারের আসল মজা, পেয়ে গেল BIS থেকে ছাড়পত্র
Samsung গত জুলাই মাসের শেষের দিকে আয়োজিত এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকেড (Galaxy Unpacked 2023) ইভেন্টে তাদের...Samsung গত জুলাই মাসের শেষের দিকে আয়োজিত এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকেড (Galaxy Unpacked 2023) ইভেন্টে তাদের লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনগুলির পাশাপাশি Galaxy Tab S9 সিরিজটি উন্মোচন করেছে। এগুলি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ট্যাবলেট হিসাবে বাজারে এসেছে। তবে বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সাশ্রয়ী মূল্যের A-সিরিজের ট্যাবলেট লাইনআপটি বাজারে আনার পরিকল্পনা করছে। সেইমতো এখন Samsung Galaxy Tab সিরিজের ট্যাবলেটকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এদেশে ডিভাইসগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।
Samsung Galaxy Tab A9 পেল BIS-এর অনুমোদন
নতুন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ এবং গ্যালাক্সি ট্যাব এ৯প্লাস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা এগুলিকে বিআইএস-এ খুঁজে পেয়েছেন৷ ট্যাব এ৯ সিরিজের ট্যাবলেট প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এর উপস্থিতি ইঙ্গিত দেয় যে, ডিভাইসগুলি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ যে SM-X115 মডেল নম্বর বহন করে, তা ইতিমধ্যেই জানা গেছে। বিআইএস সার্টিফিকেশন এখন এই আসন্ন ট্যাবলেটের ভারতীয় উপলব্ধতা নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায় যে, গ্যালাক্সি ট্যাব এ৯ ট্যাবলেটটি ৫জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং এফএম সাপোর্ট অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
তবে Samsung Galaxy Tab A9 সিরিজের দাম, স্পেসিফিকেশন, ফিচার এবং সঠিক লঞ্চের টাইমলাইনের মতো তথ্য এখনও অস্পষ্ট। তাই এই সাশ্রয়ী মূল্যের স্যামসাং ট্যাবলেটগুলির সম্পর্কে আরও জানতে অন্যান্য রিপোর্ট এবং সার্টিফিকেশনগুলির জন্য অপেক্ষা করতে হবে।