বাচ্চাদের জন্য ট্যাব নিয়ে এল Samsung, অনলাইনে সুরক্ষিত থাকতে বিশেষ ফিচার

স্যামসাং বাজারে আনলো তাদের স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস ট্যাবের কিডস এডিশন। এটি বাচ্চাদের জন্য উপযুক্ত একাধিক ফিচার এবং অভিভাবকদের জন্য বেশ কয়েকটি কন্ট্রোল অফার করে।

Samsung Galaxy Tab A9 Plus Kids Edition Price 270 Dollar With 11 Inch Display 7040Mah Battery Launched

স্যামসাং গত বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ায় স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশন ট্যাবলেটটি লঞ্চ করেছে। ডিভাইসটিতে একটি কাস্টমাইজড এক্সটেরিয়র রয়েছে, যা এটিকে বাহ্যিক ক্ষতি থেকে আরও ভালোভাবে রক্ষা করে। এখন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনটি উন্মোচন করেছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস বর্তমানে ১৭৯ ডলার মূল্যে (প্রায় ১৫,০০০ টাকা) মার্কিন বাজারে উপলব্ধ। আসুন কিডস এডিশনটির দাম এবং এর বৈশিষ্ট্যগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনের স্পেসিফিকেশন এবং দাম

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনে ১১ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১,৯২০ x ১,২০০ পিক্সেল। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটে চলে। যদিও চিপসেটটি ৫জি এনেবল এবং স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস ৫জি কানেক্টিভিটি অফার করে, তবে কিডস এডিশন সম্পূর্ণরূপে ওয়াইফাই-এর ওপর নির্ভর করে।

ফটোগ্রাফির জন্য, ট্যাবটির পিছনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে৷ এটির পরিমাপ ১৬৮.৭ x ২৫৭.১ x ৬.৯ মিলিমিটার এবং ওজন ৪৮০ গ্রাম। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনে ৭,০৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা স্ট্যান্ডার্ড সংস্করণের মতোই। এটি একই ১৫ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনে থাকা স্যামসাং কিডস অ্যাপ অভিভাবকদের জন্য বেশ কয়েকটি কন্ট্রোল অফার করে। কোম্পানি জানিয়েছে যে, এই নতুন ডিভাইসটি এই ডিজিটাল যুগে বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। মোবাইল প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ড্রিউ ব্ল্যাকার্ড বলেছেন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনটি শিশুরা যাতে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারে, তার জন্য ডিজাইন করা হয়েছে। পাশাপাশি তাদের শেখার, বেড়ে ওঠা, কিছু তৈরি করা, স্ট্রিম এবং সার্চ করার জন্য জায়গা প্রদান করা হয়েছে। তিনি আরও প্রকাশ করেছেন যে, অভিভাবকরা এমনকি তাদের সন্তানদের জন্য প্রোফাইল তৈরি করতে এবং তাদের সেটিংস পার্সোনালাইজ করতে পারেন।

ডিভাইসটিতে স্যামসাং কিডস অ্যাপ আগে থেকেই প্রিলোড করা থাকবে, যা অভিভাবকদের কাস্টমাইজড সিকিউরিটি প্রোটোকল কিউরেট করার ক্ষমতা দেয়। এই ফিচারটির সাহায্যে, বাবামায়েরা নির্দিষ্ট স্ক্রিন টাইম লিমিট সেট করতে, নির্দিষ্ট কিছু অ্যাপে অ্যাক্সেস সীমাবদ্ধ করতে এবং তাদের বাচ্চাদের অনলাইন ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করতে পারবেন।

দামের ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস কিডস এডিশনের একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২৭০ ডলার (প্রায় ২২,৬৪০ টাকা)। এই কিডস এডিশনটি একটি কাস্টমাইজড ইউজার ইন্টারফেস এবং নীল, লাল ও হলুদ – এই তিনটি রঙের বিকল্প এসেছে।