সুটকেসের মতো ডিজাইন, ছুঁড়লেও ভাঙবে না, রাফ এন্ড টাফ ট্যাব আনছে Samsung, রইল ছবি

স্যামসাং (Samsung) এই মুহূর্তে তাদের নতুন রাগড ট্যাবলেট, Galaxy Tab Active 5 নিয়ে কাজ করছে। ট্যাবটি ইতিমধ্যেই লঞ্চের জন্য বিভিন্ন ছাড়পত্র পেতে শুরু করেছে, যা…

স্যামসাং (Samsung) এই মুহূর্তে তাদের নতুন রাগড ট্যাবলেট, Galaxy Tab Active 5 নিয়ে কাজ করছে। ট্যাবটি ইতিমধ্যেই লঞ্চের জন্য বিভিন্ন ছাড়পত্র পেতে শুরু করেছে, যা খুব তাড়াতাড়িই বাজারে আসার দিকে ইঙ্গিত করছে। আর এখন, Samsung Galaxy Tab Active 5-এর ছবি ফাঁস হয়েছে, যা ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলের ডিজাইন তুলে ধরেছে। এর পাশাপাশি ট্যাবলেটটির কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে।

Samsung Galaxy Tab Active 5-এর ছবি ফাঁস

স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ তার বাহ্যিক রূপের ক্ষেত্রে ট্রাই-এন্ড-ট্রু রাগড ফর্মুলাই বজায় রাখবে। এর ৮ ইঞ্চির ডিসপ্লেটি সুরক্ষার জন্য মোটা বেজেল দ্বারা বেষ্টিত এবং চিনের নীচে মেনু, ব্যাক এবং হোম-এর মতো ফিজিক্যাল বাটন থাকবে৷ ডিসপ্লে টাচ-সেন্সিটিভ হবে এবং উন্নত সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের সাথে আসবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫-এর পিছনের অংশটি টেক্সচারযুক্ত হবে এবং এর নিজস্ব রিংয়ে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং তারসাথে একটি এলইডি লাইট যুক্ত থাকবে৷ রাগড ডিভাইস হওয়ায়, গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ স্থায়িত্বের জন্য MIL-STD-810H সার্টিফিকেশন এবং আইপি৬৮ (IP68) জল-ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে। এছাড়া, ট্যাবলেটটির সাথে আসা প্রোটেকটিভ কেসের জন্য ১.২ মিটার টাম্বল বা দুর্ঘটনা জনিত পতন সহ্য করতে পারবে।

এমনকি, Samsung Galaxy Tab Active 5-এ এস পেন (S Pen) স্টাইলাস সাপোর্টও থাকবে, যা ট্যাবলেটের মতোই আইপি৬৮ (IP68) সুরক্ষা প্রদান করবে। স্যামসাং এই ট্যাবে নক্স (Knox) নিরাপত্তা সুরক্ষা, ফেস রেকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এবং ঘন ঘন ব্যবহৃত অ্যাপ বা ফাংশনে দ্রুত অ্যাক্সেসের জন্য একটি প্রোগ্রামেবল বাটন কাস্টমাইজ করার ক্ষমতাও প্রদান করবে বলে জানা গেছে। অডিওর ক্ষেত্রে, Samsung Galaxy Tab Active 5-এ সম্ভবত ডলবি অ্যাটমস সাপোর্ট সহ একটি সিঙ্গেল স্পিকার অবস্থান করবে।

পারফরম্যান্সের দিক থেকে, Samsung Galaxy Tab Active 5 সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ সহ Exynos 1380 চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বড় ৫,০৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। তবে আশ্চর্যজনকভাবে এটি পুরোনো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। Samsung Galaxy Tab Active 5-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে 5G সংযোগ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং জিপিএস সংযোগ অন্তর্ভুক্ত থাকবে। এটি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হয়ে যেতে পারে।