আইপ্যাডকে টেক্কা দিতে AI ফিচার্স নিয়ে লঞ্চ হবে Samsung Galaxy Tab S10 সিরিজ

স্যামসাং তাদের আসন্ন হাই-এন্ড স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ ট্যাবলেট লাইনআপে কিছু পরিবর্তন নিয়ে আসবে বলে শোনা যাচ্ছে।...
Ananya Sarkar 15 July 2024 11:52 AM IST

স্যামসাং তাদের আসন্ন হাই-এন্ড স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ ট্যাবলেট লাইনআপে কিছু পরিবর্তন নিয়ে আসবে বলে শোনা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সম্ভবত সিরিজটি থেকে বেস ১১ ইঞ্চির মডেলটি বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ প্লাস (১২.৪ ইঞ্চি) এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রা (১৪.৬ ইঞ্চি) ট্যাবের ওপর ফোকাস করবে। কোম্পানিটি চলতি সপ্তাহেই এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ষষ্ঠ প্রজন্মের গ্যালাক্সি ফোল্ডেবল স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭ সিরিজ এবং রিডিজাইন করা স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ সিরিজ সহ একগুচ্ছ নতুন পণ্য লঞ্চ করেছে। তবে এই ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের ওপর থেকে পর্দা সরানো হয়নি।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে

স্যামসাংয়ের এক দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি প্রকাশ করেছেন যে গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজটি এই বছরের মধ্যেই বাজারে আসতে পারে। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজটি গত বছরের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। তবে, আসন্ন ট্যাবলেট সম্পর্কে তিনি আর কোনও তথ্য শেয়ার করতে পারেননি। সবচেয়ে ছোট মডেলটি বাদ দেওয়ার সিদ্ধান্তটি আরও ভাল স্পেসিফিকেশন অফার করার এবং অ্যাপলের আইপ্যাডগুলির সাথে প্রতিযোগিতা করার লক্ষ্য হতে পারে।

আশা করা হচ্ছে যে, স্যামসাং সাধারণত তাদের আসন্ন ট্যাবগুলিতে উন্নত মানের অ্যামোলেড প্যানেল অফার করবে এবং এটি আরও আকর্ষণীয় ডিজাইন ও একটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে আসবে। আসন্ন ট্যাবলেটগুলিও কিছু গ্যালাক্সি এআই ফিচারও অফার করবে বলে আশা করা হচ্ছে। যদিও বিভিন্ন রিপোর্ট এবং গিকবেঞ্চ লিস্টিং ইঙ্গিত দিয়েছে যে স্যামসাং ট্যাব এস১০ সিরিজকে শক্তি দেওয়ার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ চিপসেটটি ব্যবহার করা হবে। আসন্ন ট্যাবলেট সিরিজটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরির বৈশিষ্ট্যগুলি দেখা যেতে পারে।

স্যামসাং ট্যাব এস৯ প্লাস এবং স্যামসাং ট্যাব এস৯ আল্ট্রা উভয়েই অ্যালুমিনিয়াম নির্মিত ফ্রেম এবং ব্যাক প্যানেল রয়েছে, যা ন্যানো সিম এবং ই-সিম সাপোর্ট করে। এগুলি যথাক্রমে ১২.৪ ইঞ্চি এবং ১৪.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স প্যানেল সহ এসেছে, যার ওপরে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে। স্যামসাং ট্যাব এস৯ প্লাস মডেলটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়, যেখানে আল্ট্রা মডেলটি অতিরিক্ত ১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে।

ক্যামেরা সম্পর্কে বললে, ভিডিও কলিংয়ের জন্য ট্যাবগুলির সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর এবং পিছনের দিকে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর অবস্থান করছে৷ ট্যাবলেটগুলি ইউএসবি সি ৩.২ পোর্টের মাধ্যমে ওয়্যারলেস স্যামসাং ডিইএক্স সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, প্লাস এবং আল্ট্রা মডেল যথাক্রমে ১০,০৯০ এমএএইচ এবং ১১,২০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং দুটোই ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story