মাত্র হাজার টাকায় বুক করুন Samsung Galaxy Tab S10 সিরিজ, পাবেন ৩,৪৯৯ টাকার অফার

লঞ্চের আগে শুরু হল Samsung Galaxy Tab S10+ ও Galaxy Tab S10 Ultra এর প্রি-রিজার্ভেশন। আগ্রহী ক্রেতারা মাত্র ১,০০০ টাকা...
PUJA 18 Sept 2024 8:00 AM IST

লঞ্চের আগে শুরু হল Samsung Galaxy Tab S10+ ও Galaxy Tab S10 Ultra এর প্রি-রিজার্ভেশন। আগ্রহী ক্রেতারা মাত্র ১,০০০ টাকা দিয়ে ট্যাবলেটগুলি বুক করতে পারবেন। যারা ডিভাইসগুলি প্রি-রিজার্ভেশন করবেন তারা আগেভাগে মডেলদুটি কেনার সুযোগ পাবেন। আবার লঞ্চের সাথে সাথেই ডেলিভারি পেয়ে যাবেন।

Samsung Galaxy Tab S10+ ও Galaxy Tab S10 Ultra এর প্রি-অর্ডার শুরু হল

Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে Galaxy Tab S10+ ও Galaxy Tab S10 Ultra এর প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। এখানে ১০০০ টাকা দিয়ে ডিভাইসগুলি প্রি-রিজার্ভ করলে ৩,৪৯৯ টাকা পর্যন্ত পাওয়া যাবে। স্যামসাংয়ের অফলাইন রিটেল স্টোর থেকেও ট্যাবলেট দুটি বুক করা যাবে।

Samsung Galaxy Tab S10 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাংয়ের তরফে কিছু নিশ্চিত না করা হলেও, টিপস্টারদের তরফে বলা হয়েছে যে আসন্ন এই সিরিজে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে - গ্যালাক্সি ট্যাব এস ১০+ এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ আল্ট্রা। উভয় ট্যাবলেটে যথাক্রমে ১২.৩-ইঞ্চি এবং ১৪.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy M55s, থাকবে ৮ জিবি র‌্যাম

আর প্রথম ট্যাবলেট ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। যেখানে আল্ট্রা মডেলে থাকতে পারে ১৬ জিবি পর্যন্ত র‌্যামের সাথে ১ টিবি পর্যন্ত স্টোরেজ। এদিকে গ্যালাক্সি ট্যাব এস ১০+ মডেলে থাকতে পারে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর গ্যালাক্সি ট্যাব এস ১০ আল্ট্রা মডেলে পাওয়া যেতে পারে ডুয়েল ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Samsung Galaxy Tab S10+ ও Galaxy Tab S10 Ultra এর ব্যাক প্যানেলে দেওয়া হবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যমেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেলে থাকতে পারে ১০,০৯০ এমএএইচ ব্যাটারি এবং আল্ট্রা মডেলে ১১,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Show Full Article
Next Story