Samsung Galaxy Tab S10 Ultra ও Galaxy Tab S10+ ট্যাবলেট AI এর কামাল দেখাতে লঞ্চ হল

লঞ্চ হল Samsung Galaxy Tab S10 সিরিজ। আর এই সিরিজে AI এর কামাল দেখবে ফ্যানেরা। এই সিরিজের অধীনে ১৪.৬ ইঞ্চি ডিসপ্লে সহ Samsung Galaxy Tab…

Samsung Galaxy Tab S10 Ultra Galaxy Tab S10 Plus Launched With Ai Enhanced Features Price

লঞ্চ হল Samsung Galaxy Tab S10 সিরিজ। আর এই সিরিজে AI এর কামাল দেখবে ফ্যানেরা। এই সিরিজের অধীনে ১৪.৬ ইঞ্চি ডিসপ্লে সহ Samsung Galaxy Tab S10 Ultra এবং ১২.৬ ইঞ্চি স্ক্রিন সহ Samsung Galaxy Tab S10+ মডেল দুটি বাজারে এসেছে। আর দুটি ট্যাবলেটেই দেওয়া হয়েছে AI Magic ফিচার। এছাড়া এই সিরিজে ডুয়েল রিয়ার ক্যামেরা, কোয়াড স্পিকার, এস পেন সাপোর্ট ও আইপি৬৮ রেটিং পাবেন। আসুন Samsung Galaxy Tab S10 Ultra ও Samsung Galaxy Tab S10+ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S10 Ultra ও Samsung Galaxy Tab S10+ এর দাম ও প্রাপ্যতা

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রা ও গ্যালাক্সি ট্যাব এস১০ প্লাস এর দাম এখনও ঘোষণা করা হয়নি। আজ ২৭ সেপ্টেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরু হবে। ট্যাবলেটগুলি মুনস্টোন গ্রে ও প্ল্যাটিনাম সিলভার কালারে এসেছে। দুটি মডেলই 5G ও Wi-Fi কানেক্টিভিটি সহ এসেছে।

Samsung Galaxy Tab S10 Series: ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে যে, গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা মডেলের চেয়ে নতুন গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ ১৮ শতাংশ ভালো সিপিইউ, ২৮ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স দেবে। নয়া সিরিজ একাধিক এআই ফিচার সহ এসেছে, যার মধ্যে অন্যতম ‘নোট অ্যাসিস্ট’ ও ‘ড্রয়িং অ্যাসিস্ট।’ এদের মাধ্যমে ট্রান্সক্রিপশন ও ইমেজ তৈরির সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই সিরিজে সিকিউরিটির জন্য Samsung Knox টুল উপস্থিত।

Samsung Galaxy Tab S10 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: Samsung Galaxy Tab S10 Ultra মডেলে আছে ১৪.৬ ইঞ্চি, ২৯৬০ x ১৮৪৮, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক AMOLED 2X + অ্যান্টি রিফ্লেকশন

প্রসেসর ও স্টোরেজ: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস, ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ১ টিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১.৫ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরা: ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা।

ব্যাটারি: ১১,২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

অন্যান্য: ই-সিম সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়াড স্পিকার, 5G, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম।

অ্যাক্সেসরিজ: এস পেন (বিএলই), বুক কভার কীবোর্ড, বুক কভার কীবোর্ড স্লিম, স্মার্ট বুক কভার, আউটডোর কভার, নোটপেপার স্ক্রিন (অ্যাড-অন), প্রাইভেসি স্ক্রিন (অ্যাড-অন)।

Samsung Galaxy Tab S10+ এর স্পেসিফিকেশন ও ফিচার

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ প্লাস ট্যাবলেটে আছে ১২.৪ ইঞ্চি, ২৮০০ x ১৭৫২, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক AMOLED 2X + অ্যান্টি রিফ্লেকশন

প্রসেসর ও স্টোরেজ: পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর, ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১.৫ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা।

ব্যাটারি: ১০,০৯০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Samsung Galaxy Tab S10+ এর অন্যান্য ফিচার আল্ট্রা মডেলের মতো।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন