Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ কিলার ট্যাব হাজির, দাম সহ রইল সমস্ত স্পেসিফিকেশন

Samsung গত সপ্তাহে গ্লোবাল Galaxy Tab S6 Lite ট্যাবের নতুন ভার্সন (2024) উন্মোচন করেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি...
Ananya Sarkar 29 March 2024 5:02 PM IST

Samsung গত সপ্তাহে গ্লোবাল Galaxy Tab S6 Lite ট্যাবের নতুন ভার্সন (2024) উন্মোচন করেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি অবশেষে ট্যাবটির দাম প্রকাশ করলো। ইংল্যান্ডে নতুন Tab S6 Lite মডেলের দাম শুরু হচ্ছে 349 পাউন্ড (প্রায় 36,730 টাকা) থেকে। Samsung Galaxy Tab S6 Lite (2024)-এ রয়েছে বড় এলসিডি ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 128 পর্যন্ত স্টোরেজ, এবং 7,040 এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে এই স্যামসাং ট্যাবটির দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S6 Lite (2024)-এর দাম প্রকাশ হল

ওয়াই-ফাই সহ স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস6 লাইট (2024)-এর 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে 349 পাউন্ড (প্রায় 36,730 টাকা), যা মিড-রেঞ্জ ট্যাব মার্কেটে বহু প্রতিযোগীদের থেকেই কম। ট্যাবটির 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 379 পাউন্ড (প্রায় 39,880 টাকা)। বর্তমানে, উভয় মডেলই শুধুমাত্র একটিমাত্র স্লিক গ্রে কালারে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy Tab S6 Lite (2024)-এর স্পেসিফিকেশন

বাজেট-ফ্রেন্ডলি হলেও, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস6 লাইট (2024) ফিচার এবং ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে যথেষ্ট উৎকৃষ্ট। এতে রয়েছে বড় 10.4 ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে, যার রেজোলিউশন 2,000 x 1,200 পিক্সেল। যদিও কিছু হাই-এন্ড ট্যাবলেট উন্নততর ওলেড (OLED) স্ক্রিন অফার করে, তবে এই ট্যাবে এলসিডি প্রযুক্তি সুন্দর ভিজ্যুয়াল এবং উজ্জ্বল রঙ সরবরাহ করবে দাবি করা হয়েছে, যা সিনেমা দেখা, ওয়েব ব্রাউজ করা বা গেম খেলার জন্য উপযুক্ত।

যদিও, মাল্টিটাস্কিংয়ের জন্য অধিক র‍্যামের প্রয়োজন হতে পারে, তবে Samsung Galaxy Tab S6 Lite (2024)-এ অন্তর্ভুক্ত 4 জিবি র‍্যাম বেশিরভাগ দৈনন্দিন কাজ সহজে পরিচালনা করতে সক্ষম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ প্রসারিত করাও যাবে।রিয়ার প্যানেলে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

Samsung Tab S6 Lite (2024)-এর সবচেয়ে আকর্ষক দিক হল এস পেন (S Pen) স্টাইলাসের অন্তর্ভুক্তি। কোম্পানি দাবি করেছে যে, চাপ-সংবেদনশীল এই পেনটিকে হাতে ধরে রাখা সুবিধাজনক এবং এটি ইউজারদের কোনও নোট নিতে, আঁকতে বা নির্ভুলতার সাথে ডকুমেন্ট এডিট করতে দেয়। এছাড়াও, ট্যাবলেটের ম্যাগনেটিক হোল্ডারটি এস পেনের সঠিক অবস্থান নিশ্চিত করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Tab S6 Lite (2024)-এ 7,040 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 15 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story