দারুণ সুযোগ, ট্যাবের দাম একধাক্কায় 8,000 টাকা কমাল Samsung, কিনবেন নাকি

স্যামসাং (Samsung) সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে তাদের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট সিরিজ Galaxy Tab S9 লঞ্চ করেছে। আর এই নতুন ট্যাবগুলি…

স্যামসাং (Samsung) সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে তাদের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট সিরিজ Galaxy Tab S9 লঞ্চ করেছে। আর এই নতুন ট্যাবগুলি লঞ্চ হতেই কোম্পানি গত বছরের Samsung Galaxy Tab S8 এর একটি ভ্যারিয়েন্টের দাম কমিয়েছে। এই ট্যাবলেটটির ১২৮ জিবি ওয়াই-ফাই ভার্সনের দাম ৮,০০০ টাকা কমেছে। যা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়েছে।

Samsung Galaxy Tab S8 -এর সংশোধিত মূল্য

স্যামসাং গত ফেব্রুয়ারিতে ৫৮,৯৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮-এর ১১৮ জিবি ওয়াইফাই সংস্করণটি লঞ্চ করেছে। কোম্পানিটি এই মডেলটির ৮,০০০ টাকা দাম কমিয়েছে, যার ফলে এটি এখন ৫০,৯৯৯ টাকায় কেনা যাবে। স্যামসাংয়ের এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি গ্রাফাইট, সিলভার এবং পিঙ্ক গোল্ড কালার অপশনে উপলব্ধ। এর সাথে গ্যালাক্সি ট্যাব এস৮-এর ক্রেতাদের জন্য স্যামসাং কিছু অফারও ঘোষনা করেছে। গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷ প্রতি মাসে ৪,২২৬ টাকা থেকে শুরু করে নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। কোম্পানি স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০% ক্যাশব্যাকও দিচ্ছে।

Samsung Galaxy Tab S8-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy Tab S8-এ ২,৫৬০x১,৬০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১১ ইঞ্চি ডাব্লিউকিউএক্সজিএ ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, এতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Tab S8-এ ৮,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দ্বারা বিদ্যমান।

সম্প্রতি, স্যামসাং নতুন Galaxy Tab S9 সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই লাইনআপে তিনটি ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে – Galaxy Tab S9, Galaxy Tab S9+ এবং Galaxy Tab S9 Ultra। স্যামসাংয়ের এই ট্যাবলেটগুলির দাম ৮৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং বর্তমানে এগুলি ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে।