- Home
- »
- ট্যাবলেট »
- 10,000mah ব্যাটারি দিয়ে দুর্দান্ত ট্যাব...
10,000mah ব্যাটারি দিয়ে দুর্দান্ত ট্যাব আনতে চলেছে Samsung, দাম সহ সমস্ত ফিচার্স ফাঁস
২০২১ সালে স্যামসাং (Samsung) সাশ্রয়ী মূল্যে Galaxy Tab S7 FE (Fan Edition) লঞ্চ করেছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি...২০২১ সালে স্যামসাং (Samsung) সাশ্রয়ী মূল্যে Galaxy Tab S7 FE (Fan Edition) লঞ্চ করেছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি দীর্ঘ সময় পর পরবর্তী প্রজন্মের "ফ্যান এডিশন" ট্যাবলেট লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, যা বিরটি কাটিয়ে সংস্থার এই সেগমেন্টে ফিরে আসার দিকে ইঙ্গিত করে। নয়া ট্যাবগুলি Tab S9 সিরিজের অধীনে Galaxy Tab S9 FE ও Galaxy Tab S9 FE+ নামে বাজারে পা রাখবে। তার আগেই এখন আপকামিং এফই ট্যাবলেটগুলির স্পেসিফিকেশন সম্পর্কে প্রায় সব তথ্যই ফাঁস করেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই সাশ্রয়ী মূল্যের স্যামসাং ট্যাব দু'টি কি কি অফার করতে চলেছে।
Samsung Galaxy Tab S9 FE এবং Tab S9 FE+এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-তে ২,৩০৪ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন সহ ১০.৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস একটি বৃহত্তর মডেল হবে, যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ১২.৪ ইঞ্চির এলসিডি স্ক্রিনের সাথে আসবে। উল্লেখযোগ্যভাবে, বড় প্লাস মডেলটি এস-পেন স্টাইলাস সাপোর্ট করবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজ স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি দুটি সংস্করণে পাওয়া যাবে বলে জানা গেছে - ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অপরদিকে, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ট্যাবটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে। ট্যাব এস৯ এফই সিরিজে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, উভয় মডেলেই ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে অনুমান করা হচ্ছে। তবে, প্লাস মডেলটির পিছনে অতিরিক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। স্ট্যান্ডার্ড এবং প্লাস - দুই মডেলই সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিনে রান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Tab S9 FE-তে ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে এবং Galaxy Tab S9 FE+এর ব্যাটারিটি ১০,০৯০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন হবে, যা ৪৫ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে৷ কানেক্টিভিটির জন্য, উভয় ট্যাবলেটেই ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, ৫জি (অপশনাল) এবং এনএফসি-এর মতো ফিচারগুলি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে, Tab S9 FE সিরিজ ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ আসবে।
Samsung Galaxy Tab S9 FE এবং Tab S9 FE+এর দাম (সম্ভাব্য)
ইউরোপের বাজারে Galaxy Tab S9 FE-এর প্রারম্ভিক মূল্য হবে ৫২৯ ইউরো (প্রায় ৪৫,৬৮০ টাকা) এবং Tab S9 FE+ এর দাম শুরু হবে ৬৯৯ ইউরো (প্রায় ৬১,০৫০ টাকা) থেকে। উভয় ট্যাবলেটই গ্রে, মিন্ট, সিলভার এবং ল্যাভেন্ডারের মতো কালার শেডে আসবে বলে আশা করা হচ্ছে, যদিও আগামী দিনে রঙের উপলব্ধতায় পরিবর্তন দেখা যেতে পারে। Galaxy Tab S9 FE লাইনআপের সমস্ত ভ্যারিয়েন্টের ৫জি মডেলের দাম ওয়াই-ফাই সংস্করণের থেকে ১০০ ইউরো (প্রায় ৮,৭৪০ টাকা) বেশি হতে পারে।