- Home
- »
- ট্যাবলেট »
- Galaxy S23 সিরিজের বাহুবলী প্রসেসর এবার...
Galaxy S23 সিরিজের বাহুবলী প্রসেসর এবার ট্যাবে, Samsung এর কান্ডে হতবাক সবাই
স্যামসাং (Samsung) তাদের লেটেস্ট Galaxy Tab S9 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপের ট্যাবলেটগুলি...স্যামসাং (Samsung) তাদের লেটেস্ট Galaxy Tab S9 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপের ট্যাবলেটগুলি চলতি বছরের দ্বিতীয়ার্ধে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ (Galaxy Unpacked 2023) ইভেন্টে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। সিরিজটিতে Samsung Galaxy Tab S9, Galaxy Tab S9+ এবং Galaxy Tab S9 Ultra - এই তিনটি ট্যাবলেট অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসে Tab S9 লাইনআপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আর এখন Galaxy Tab S9+ মডেলটিকে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চ (Geekbench)-এ স্পট করা গেছে, যা এর কিছু মুল বৈশিষ্ট্য প্রকাশ করেছে৷ আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy Tab S9+ উপস্থিত হল Geekbench ডেটাবেসে
মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস SM-X816B মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই ট্যাবের গ্লোবাল ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যার পিক ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ।
এছাড়াও গিকবেঞ্চ লিস্টিংটি থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে রান করবে, যার ওপর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৫ (One UI 5) থাকবে বলে আশা করা যায়। ডিভাইসটিতে সর্বাধিক ১২ জিবি র্যাম মিলতে পারে। এগুলি ছাড়া, গিকবেঞ্চ তালিকায় ট্যাব এস৯ প্লাস সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
তবে পূর্ববর্তী রিপোর্ট থেকে জানা গেছে যে, Samsung Galaxy Tab S9+ ট্যাবলেটে ১,৭৫২ x ২,৮০০ পিক্সেলের রেজোলিউশন এবং ২৬৬ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ ১২.৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিভাইসটি সম্ভবত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসবে, যার সাথে একটি এলইডি ফ্ল্যাশ এবং এস পেন (S Pen)-এর জন্য একটি ম্যাগনেটিক ডক যুক্ত থাকবে। Galaxy Tab S9+ এর ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার অনুসারে, এর ডানদিকের বেজেলে একটি সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে, যেটি ট্যাবলেটটি ল্যান্ডস্কেপ মোডে থাকাকালীন সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে কাজ করতে পারে।
উল্লেখ্য, Galaxy Tab S9+ এর পরিমাপ হবে ২৮৫.৪ x ১৮৫.৪ x ৫.৬৪ মিলিমিটার এবং এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, চারটি স্পিকার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যামসাং ডিইএক্স (Samsung DeX)-এর সাপোর্ট অফার করবে। আরেকটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Galaxy Tab S9 সিরিজের মডেলগুলিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং থাকতে পারে।