জল লাগলেও নষ্ট হবে না, প্রথমবার Samsung Galaxy Tab S9 সিরিজ আসছে জল ও ধুলো প্রতিরোধী ফিচার সহ

চলতি বছরের শেষার্ধে লঞ্চের মুখ দেখতে পারে Galaxy Tab S9 সিরিজ। এক্ষেত্রে Samsung তাদের এই আসন্ন ফ্ল্যাগশিপ ট্যাবলেট...
SUMAN 25 Feb 2023 2:27 PM IST

চলতি বছরের শেষার্ধে লঞ্চের মুখ দেখতে পারে Galaxy Tab S9 সিরিজ। এক্ষেত্রে Samsung তাদের এই আসন্ন ফ্ল্যাগশিপ ট্যাবলেট লাইনআপকে একাধিক আপগ্রেড ফিচারের সাথে নিয়ে আসতে পারে। জানা গেছে আলোচ্য সিরিজের ডিভাইসগুলি - কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, উন্নত ডিসপ্লে প্যানেল, অ্যাডভান্স ক্যামেরা অফার করবে। আবার সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy Tab S9 লাইনআপটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP67 রেটিং সহ আসতে পারে।

Samsung Galaxy Tab S9 সিরিজে থাকবে জল ও ধুলো প্রতিরোধী রেটিং

স্যামমোবাইল (SamMobile) প্রদত্ত রিপোর্ট অনুসারে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ IP67 রেটিং প্রাপ্ত হওয়ার দরুন জল এবং ধুলো প্রতিরোধী হবে। দেখতে গেলে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটির পোর্টফোলিওতে ইতিমধ্যেই এমন বেশ কয়েকটি ট্যাবলেট ডিভাইস বিদ্যমান আছে, যা রগড ডিজাইন এবং আইপি রেটিং অফার করে। যদিও এখনো পর্যন্ত সংস্থাটির কোনো ফ্ল্যাগশিপ ট্যাবলেটে এই বৈশিষ্ট্যটি উপস্থিত নেই। তাই যদি এই তথ্য সত্যি হয়, তবে Galaxy Tab S9 সিরিজ হবে স্যামসাংয়ের সেই প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ যা আইপি রেটিং সহ আসবে।

এক্ষেত্রে, সিরিজের প্রত্যেকটি ট্যাবলেট IP67 রেটিং প্রাপ্ত হবে, নাকি শুধুমাত্র টপ-অফ-দ্য-লাইন ভ্যারিয়েন্টের জন্য এই ফিচার বরাদ্দ থাকছে তা কিন্তু রিপোর্টে উল্লেখ নেই। তাই চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্যামসাং আনুষ্ঠানিকভাবে তাদের এই ট্যাবলেট লাইনআপকে লঞ্চ না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

মজার বিষয়, ট্যাবলেট লাইনআপ ব্যতীত স্যামসাংয়ের যাবতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজগুলি কিন্তু আইপি রেটিং অফার করে। যেমন গ্যালাক্সি-এস (Galaxy S) এবং গ্যালাক্সি-জেড (Galaxy Z) সিরিজ জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম।

Show Full Article
Next Story