বাপরে! 16 জিবি র‍্যাম ও 11,200mAh ব্যাটারি নিয়ে আসছে Samsung এর সবচেয়ে বড় ট্যাব

স্যামসাং (Samsung) সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টটি আগামী ২৬ জুলাই...
Ananya Sarkar 6 July 2023 7:25 PM IST

স্যামসাং (Samsung) সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টটি আগামী ২৬ জুলাই তাদের নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। সেখানে Galaxy Z Fold 5, Z Flip 5 এবং Galaxy Watch 6 সিরিজের পাশাপাশি Galaxy Tab S9, Galaxy Tab S9 Plus এবং Galaxy Tab S9 Ultra-ও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগে এখন এক সুপরিচিত টিপস্টার Galaxy Tab S9 সিরিজের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন।

Samsung Galaxy Tab S9, S9+, S9 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ঈশান আগরওয়াল তার একটি টুইটে দাবি করেছেন যে, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ১১ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X স্ক্রিন থাকবে যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। ট্যাব এস৯-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলেই ক্যামেরা এবং সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯-এ ৮,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসটির পরিমাপ হবে ২৫৪.৮ x ১৬৫.৮ x ৫.৯ মিলিমিটার।

এরপর আসা যাক গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এর প্রসঙ্গে। টিপস্টারের মতে, সিরিজের এই প্লাস মডেলটিতে বড় ১২.৪ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ x ১,৭৮২ পিক্সেলের ডাব্লিউকিউএক্সজিএ+ রেজোলিউশন সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ট্যাবটির রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এ ১০,০৯০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে। এই ট্যাবলেটটিতে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে এবং পরিমাপ হবে ২৮৫.৪ x ১৮৫.৪ x ৫.৭ মিলিমিটার।

আর Tab S9 লাইনআপের টপ-এন্ড মডেল Samsung Galaxy Tab S9 Ultra-এ সবথেকে বড় ১৪.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২X প্যানেল দেখা যাবে, যা ২,৯৬০ x ১,৮৯৮ পিক্সেলের ডাব্লিউকিউএক্সজিএ+ রেজোলিউশন অফার করে। সেলফির জন্য ট্যাবলেটটির সামনে ১২ মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা অবস্থান করবে, আর এর পিছনের প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। এছাড়া, Galaxy Tab S9 Ultra-এ ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ এবং বিশাল ১১,২০০ এমএএইচ ব্যাটারি মিলবে। এই স্যামসাং গ্যালাক্সি ট্যাবটির মাত্রা হবে ৩২৬.৪ x ২০৮.৬ x ৫.৫ মিলিমিটার। এটিই সিরিজের সবচেয়ে বড় ফর্ম ফ্যাক্টর যুক্ত মডেল হিসাবে আসবে।

জানিয়ে রাখি, পারফরম্যান্সের জন্য Samsung Galaxy Tab S9 সিরিজে গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যার পিক ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ। এটি আসলে স্ট্যান্ডার্ড SD8G2-এর একটি ওভারক্লকড ভার্সন। এই একই চিপ আগে Galaxy S23 সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও, Galaxy Tab S9 সিরিজে কোয়াড স্পিকার সেটআপ, একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এস-পেন স্টাইলাস মিলতে পারে।

Show Full Article
Next Story