- Home
- »
- ট্যাবলেট »
- ল্যাপটপ-কম্পিউটার ফেল! Samsung এর নয়া...
ল্যাপটপ-কম্পিউটার ফেল! Samsung এর নয়া ট্যাবে বিশাল ডিসপ্লে, বাহুবলী ব্যাটারি, ও র্যাম 16GB
Samsung Galaxy Z-সিরিজের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন আগামী ১০ আগস্ট লঞ্চ হতে চলেছে বলে জোর জল্পনা শোনা যাচ্ছে। দক্ষিণ...Samsung Galaxy Z-সিরিজের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন আগামী ১০ আগস্ট লঞ্চ হতে চলেছে বলে জোর জল্পনা শোনা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি লঞ্চ ভেন্টে বহু প্রতীক্ষিত Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 এর ওপর থেকে পর্দা সরাতে পারে। উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত ফোল্ডেবল ডিভাইসগুলির পাশাপাশি, স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ Galaxy Tab 9 ট্যাবলেটও খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তার আগেই অবশ্য Galaxy Tab S9 Ultra-র রেন্ডার প্রকাশিত হয়েছে, যা ট্যাবটির ডিজাইনের ধারণা দিয়েছে।
Samsung Galaxy Tab S9 Ultra এর ডিজাইন প্রকাশ্যে এল
টিপস্টার ইভান ব্লাস (মাইস্মার্টপ্রাইসের মাধ্যমে) গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এর রেন্ডার শেয়ার করেছেন। ট্যাবটির নীচের প্রান্তে একটি স্পিকার গ্রিল এবং একটি ইউএসবি-সি পোর্ট অবস্থান করবে। ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কি দেখা যাবে। আর বাম পাশে পোগো কানেক্টর পিন অবস্থান করবে, যার মাধ্যমে একটি বাহ্যিক কীবোর্ড সংযুক্ত করা যাবে।
এছাড়া, ট্যাবলেটটি মসৃণ মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে আসবে, যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে। ডিভাইসেটার রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং স্যামসাং ব্র্যান্ডিং দেখা যাবে। এই রেন্ডারগুলি আরও প্রকাশ করেছে যে, ট্যাবলেটটির ওপরে সেলফি ক্যামেরার জন্য নচ ও চারধারে সামান্য পুরু বেজেল থাকবে।
Samsung Galaxy Tab S9 Ultra-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা-এ ১৪.৬ ইঞ্চি ডাব্লিউকিউএক্সজিএ+ ডিসপ্লে দেখা যাবে। এটি মাত্র ৫.৫ মিলিমিটার স্লিম হবে এবং ওজন হবে প্রায় ৭৩৭ গ্রাম। উন্নত পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হবে এই ট্পাল, যার ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ। এছাড়াও, এটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম অফার করবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Tab S9 Ultra শক্তিশালী ১১,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ট্যাবটির সাথে কোনও চার্জার নাও পাঠানো হতে পারে। স্থায়িত্বের ক্ষেত্রে, Galaxy Tab S9 Ultra-এ আইপি৬৮ (IP68)-সার্টিফিকেশন প্রাপ্ত চ্যাসিস থাকবে, যা জল এবং ধুলো প্রতিরোধ করবে। এছাড়া, এই রেটিংয়ের জন্য ট্যাবলেটটি ৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত গভীর জলে ডুবে থাকলেও বিকল হবে না।