নামী-দামী ল্যাপটপকে টেক্কা দেবে, 16GB র‌্যাম ও 65W চার্জিং সাপোর্টসহ লঞ্চ হল বিশেষ ট্যাবলেট

স্মার্টফোনের থেকে বেশি কিছু চাই এদিকে ল্যাপটপ কেনার ইচ্ছে কিংবা উপায় নেই – এমন ক্ষেত্রে ট্যাবলেটই যে শ্রেষ্ঠ বিকল্প তাতে সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি…

স্মার্টফোনের থেকে বেশি কিছু চাই এদিকে ল্যাপটপ কেনার ইচ্ছে কিংবা উপায় নেই – এমন ক্ষেত্রে ট্যাবলেটই যে শ্রেষ্ঠ বিকল্প তাতে সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি এখন নতুন ট্যাব কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রয়েছে ফিচারে ঠাসা একটি লেটেস্ট মডেলের সন্ধান। আসলে সম্প্রতি Starlite নামক যুক্তরাজ্য ভিত্তিক হার্ডওয়্যার কোম্পানি Starlite 5 Linux ট্যাবলেট লঞ্চ করেছে যাতে বড় ডিসপ্লের পাশাপাশি বিশাল স্টোরেজ, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি নানাবিধ কাজের ফিচার ব্যবহার করা যাবে। তবে এটি কিনতে সম্ভবত বেশ মোটা টাকাই খরচ করতে হবে। আসুন, এখন এই নতুন Starlite 5 Linux ট্যাবলেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সংক্রান্ত তথ্য এক নজরে দেখে নিই।

Starlite 5 Linux ট্যাবলেটের স্পেসিফিকেশন

স্টারলাইট ৫ লিনাক্স ট্যাবলেটটিতে ১২.৫ ইঞ্চি ২-ইন-১ এলইডি ব্যাকলিট ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ২৮৮০×১৯২০ পিক্সেল, ব্রাইটনেস ৩০০ নিট এবং স্ক্রিন রেশিও ১৬:১০। এতে ১০ পয়েন্ট টাচ সমর্থনের সুবিধাও পাওয়া যাবে। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য ডিভাইসটি ইন্টেল এল্ডার লেক এন২০০ কোয়াড-কোর প্রসেসর বহন করবে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিদ্যমান। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩৮ ওয়াট আওয়ার ব্যাটারি অফার করবে। সাথে থাকবে মাল্টিপল ওএস (Ubuntu 22.04 LTS, Elementary OS 6.1, Linux Mint 21, Manjaro 21.3.7, MX Linux 21.1, Zorin OS 16.1 এবং Windows 11 22H1) সাপোর্টও।

অন্যদিকে ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটটিতে পাবেন ২কে (2K) ক্যামেরা। এছাড়াও এতে মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রো-এইচডিএমআই এবং দুটি ইউএসবি-সি ৩.২ পোর্ট দেখা যাবে; মিলবে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১-এর মতো কানেক্টিভিটি ফিচার। উল্লেখ্য, ট্যাবলেটির কীবোর্ড কভার হিসাবে কাজ করবে এবং পাঁচটি ভিন্ন ভাষা সমর্থন করবে। আর এটি আন্তর্জাতিক ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইনড্ প্রথম লিনাক্স ট্যাবলেট।

Starlite 5 Linux ট্যাবলেটের মূল্য এবং প্রাপ্যতা

স্টারলাইট ৫ লিনাক্স ট্যাবলেটটির দাম এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে কেবল ট্যাবলেটটির দাম রাখা হয়েছে ৪৯৮ ডলার (প্রায় ৪১ হাজার টাকা), যেখানে কীবোর্ডটি ১০১ ডলারে (প্রায় ৮,০০০ টাকা) পাওয়া যাবে। লিনাক্স উবুন্টু বা উইন্ডোজের মাধ্যমে এটি কেনা যাবে। যদিও ভারতে এই ডিভাইস স্বতন্ত্রভাবে কীভাবে এবং কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোনো স্পষ্টতা নেই।