- Home
- »
- ট্যাবলেট »
- কাগজের মতো ট্যাবলেট আনল TCL, 14 ইঞ্চি...
কাগজের মতো ট্যাবলেট আনল TCL, 14 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে রয়েছে 10,000mah ব্যাটারি
টিসিএল লঞ্চ করলো তাদের নতুন ট্যাবলেট, TCL NXTPAPER 14। এই বাজেট ফ্রেন্ডলি ডিভাইসটিতে এলসিডি স্ক্রিন, MediaTek Helio G99...টিসিএল লঞ্চ করলো তাদের নতুন ট্যাবলেট, TCL NXTPAPER 14। এই বাজেট ফ্রেন্ডলি ডিভাইসটিতে এলসিডি স্ক্রিন, MediaTek Helio G99 প্রসেসর, 256 জিবি স্টোরেজ এবং বিশাল 10,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন নবাগত TCL NXTPAPER 14 ট্যাবের সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
TCL NXTPAPER 14 ফোনের স্পেসিফিকেশন
সাশ্রয়ী মূল্যের টিসিএল এনএক্সটিপেপার 14 ট্যাবটি 2,400 x 1,600 পিক্সেলের রেজোলিউশন সহ বিশাল 14.3 ইঞ্চির ম্যাট এলসিডি স্ক্রিন সহ এসেছে। এটি তার এনএক্সটিপেপার 3.0 প্রযুক্তির জন্য একটি কাগজের মতো পড়ার অভিজ্ঞতা প্রদান করে৷ স্ক্রিনে তিনটি স্বতন্ত্র মোড রয়েছে - একটি ডিফল্ট কালার মোড, একটি কালার পেপার মোড যা ই-রিডারসকে অনুকরণ করে এবং একটি কোয়াসি-ই ইঙ্ক মোড।
পারফরম্যান্সের জন্য, টিসিএল এনএক্সটিপেপার 14 MediaTek Helio G99 প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য ট্যাবলেটটিতে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট নেই। এটিতে একটি ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ এবং আইপি54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।
আরও পড়ুন : Top 5 Scooters: ভারতের সেরা পাঁচ স্কুটার, সুন্দর মাইলেজ সহ পাবেন জীবনভর সার্ভিস
ডিভাইসটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কোয়াড স্পিকার, ফেস আনলক, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.0 এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 10,000 এমএএইচ ব্যাটারি। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ফ্লোটিং উইন্ডো এবং সেকেন্ডারি ডিসপ্লে ফাংশনালিটির মতো ফিচারগুলিকে সাপোর্ট করে।
TCL NXTPAPER 14 ফোনের মূল্য এবং লভ্যতা
TCL NXTPAPER 14 ট্যাবলেটের দাম রাখা হয়েছে 399 ইউরো (প্রায় 37,150 টাকা)। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি অপশন, যারা একটি বড় ও কাগজের মতো স্ক্রিন খুঁজছেন। এই ট্যাবটি ভারতীয় বাজারে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন : AI প্রযুক্তির দুর্দান্ত ফোল্ডেবল স্মার্টফোন আনছে এই সংস্থা, চাপে পড়বে Samsung