10 হাজারের মধ্যে 14GB র‍্যাম ও 8,000mah ব্যাটারি, লঞ্চ হল Teclast T50 HD ট্যাবলেট

Teclast T50 HD ট্যাবলেটটি আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। এটি টেকলাস্টের একটি সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট, যা একটি আলোকিত ডিসপ্লে সহ কিছু উপযোগী বৈশিষ্ট্য অফার করে। ট্যাবলেটটি…

Teclast T50 HD ট্যাবলেটটি আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। এটি টেকলাস্টের একটি সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট, যা একটি আলোকিত ডিসপ্লে সহ কিছু উপযোগী বৈশিষ্ট্য অফার করে। ট্যাবলেটটি Unisoc T606 প্রসেসর, ১৪ জিবি র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, আইপিএস এইচডি স্ক্রিন, বড় ৮,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে নতুন Teclast T50 HD ট্যাবের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Teclast T50 HD: স্পেসিফিকেশন এবং ফিচার

টেকলাস্ট টি৫০ এইচডি ট্যাবলেটটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৯২০ x ১,২০০ পিক্সেল রেজোলিউশন সহ ১১ ইঞ্চির আইপিএস হাই-ডেফিনিশন ডিসপ্লে রয়েছে। হাই-ডেফিনিশন সিনেমা দেখা বা ছবি ব্রাউজ করার সময় ট্যাবলেটটি আকর্ষণীয় পিকচার কোয়ালিটি অফার করতে পারে। ট্যাবটির স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিট এবং এটি টি-কালার ৩.০ স্ক্রিন ডিসপ্লে প্রযুক্তি সাপোর্ট করে। এম্বেডেড প্রযুক্তি একটি নিমগ্ন দেখার অভিজ্ঞতার জন্য পূর্ণাঙ্গ এবং প্রাণবন্ত ছবি অফার করে।

এর পাশাপাশি, টেকলাস্ট টি৫০ এইচডি ট্যাবলেটে টিইউভি (TUV) লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় ধরে ট্যাবটিকে ব্যবহার করলেও ব্যবহারকারীর চোখের কোন ক্ষতি হবে না। টেকলাস্টের এই ট্যাবলেটটি ইউনিএসওসি টি৬০৬ অক্টা-কোর চিপসেটে চলে, যা ১.৮ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির দুটি এ৭৫ হাই-পারফরম্যান্স কোর এবং ছয়টি পাওয়ার-এফিসিয়েন্ট এ৫৫ কোর দ্বারা গঠিত। এটি মূল্যের নিরিখে যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করতে সক্ষম। ট্যাবটিতে ৬ জিবি ফিজিক্যাল র‍্যাম, ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Teclast T50 HD ট্যাবলেটটিতে বড় ৮,০০০ এমএএইচ পলিমার লিথিয়াম ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের জন্য একটি ইউএসবি-সি ইন্টারফেস রয়েছে। এটিতে একটি ওয়াচ রিং সহ এআই ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ডুয়েল স্পিকার বিদ্যমান। Teclast T50 HD ট্যাবলেটটি ৭.৮ মিলিমিটার স্লিম এবং এর ওজন ৫৩০ গ্রাম।

Teclast T50 HD: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Teclast T50 HD ট্যাবলেটটির দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,৪০০ টাকা) এবং এটি চীনের রিটেইল প্ল্যাটফর্মগুলিতে কেনার জন্য উপলব্ধ রয়েছে। তবে বিশ্ববাজারে এই ট্যাবলেটটি লঞ্চ হবে কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।