- Home
- »
- ট্যাবলেট »
- Tecno MegaPad 11 ট্যাবলেট 16GB র্যাম ও...
Tecno MegaPad 11 ট্যাবলেট 16GB র্যাম ও 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
Tecno MegaPad 11 অবশেষে আজ লঞ্চ হল। এতে আছে 11 ইঞ্চি ফুল-এইচডি+ স্ক্রিন। আবার এই ট্যাবলেটে পাওয়া যাবে 16 জিবি র্যাম...Tecno MegaPad 11 অবশেষে আজ লঞ্চ হল। এতে আছে 11 ইঞ্চি ফুল-এইচডি+ স্ক্রিন। আবার এই ট্যাবলেটে পাওয়া যাবে 16 জিবি র্যাম এবং 8,000mAh ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও G99 চিপসেট। এতে একাধিক এআই ফিচার পাওয়া যাবে এবং ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। তবে স্পেসিফিকেশন সমস্ত প্রকাশ করা হলেও টেকনো এখনও ট্যাবলেটটির দাম এবং প্রাপ্যতার বিষয়ে কিছু বলেনি। আপাতত ঘানায় এই প্যাড লঞ্চ হয়েছে।
Tecno MegaPad 11 এর স্পেসিফিকেশন ও ফিচার
Tecno MegaPad 11 ট্যাবে পাওয়া যাবে 90Hz রিফ্রেশ রেট, 440 নিট ব্রাইটনেস এবং 83 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ 11 ইঞ্চি ফুল-HD+ (1,200x1,920 পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ব্লু লাইট ফিল্টার এবং নাইট মোড সাপোর্ট সহ এসেছে, যা ব্যবহারকারীর চোখের উপর চাপ কমাবে।
টেকনোর মেগাপ্যাড 11 ট্যাবলেটে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি ফিজিক্যাল র্যাম ও 8 জিবি ভার্চুয়াল র্যাম সহ পাওয়া যাবে। আর ট্যাবলেটটি 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ সহ এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
টেকনোর মেগাপ্যাড 11 একাধিক এআই ফিচার সহ এসেছে, মারমধ্যে উপস্থিত এআই ট্রান্সলেট, এআই নয়েজ কল ক্যান্সেলেশন, স্মার্টস্ক্যান, আর্টিফিশিয়াল স্ক্রিন রিকগনিশন এবং এআই টেক্সক রিডার ইত্যাদি। এতে এআই-চালিত ইলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপস্থিত।
টেকনো মেগাপ্যাড 11 ট্যাবে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেলফি শুটার। সাউন্ডের জন্য পাওয়া যাবে ডলবি অ্যাটমস কোয়াড-স্পিকার ইউনিট। ব্যাটারির কথা বললে এই ট্যাবে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি একবার চার্জে 15.1 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে বলে দাবি করা হয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।