- Home
- »
- ট্যাবলেট »
- Samsung-এর ফিচারে ঠাসা ট্যাবলেটে সেরার...
Samsung-এর ফিচারে ঠাসা ট্যাবলেটে সেরার সেরা অফার দিচ্ছে Amazon, দাম শুরু 11499 টাকা থেকে
বিগত কয়েক বছর ধরে বিনোদন এবং কাজের জন্য প্রচুর মানুষ ট্যাবলেট ব্যবহার করছেন। কারণ এই ধরণের ডিভাইসগুলি স্মার্টফোন এবং...বিগত কয়েক বছর ধরে বিনোদন এবং কাজের জন্য প্রচুর মানুষ ট্যাবলেট ব্যবহার করছেন। কারণ এই ধরণের ডিভাইসগুলি স্মার্টফোন এবং ল্যাপটপের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে – যাতে পার্সোনাল কম্পিউটারের থেকে কম বাজেটে হ্যান্ডসেটের থেকে বেশি ফিচার পাওয়া যায়। সেক্ষেত্রে আপনিও যদি এই উৎসবের মরসুমে একটি নতুন ট্যাব কিনতে চান তাও আবার Samsung-এর, তাহলে চলতি Amazon Great Indian Festival সেলের অফার মিস করা আপনার জন্য একদমই ঠিক হবেনা। আসলে গত ৮ তারিখ থেকে Amazon India প্ল্যাটফর্ম থেকে শুরু হওয়া এই বিক্রয়পর্বে আপগ্রেডেড স্পেসিফিকেশন এবং টপ ইউজার রেটিংবিশিষ্ট Samsung Galaxy ট্যাবলেটগুলি অনেক সস্তায় কেনা যাচ্ছে। এগুলি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি SBI-এর কার্ড ব্যবহার করে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। আপনার সুবিধার জন্য ঠিক কোন মডেলে কী অফার রয়েছে, সেই তথ্য আমরা এই প্রতিবেদনে শেয়ার করব।
Amazon Sale-এর ১ সপ্তাহ: এই ৫টি Samsung ট্যাবলেট পাবেন দারুণ ছাড়ে
১. Samsung Galaxy Tab A7 Lite: ১৪,৫০০ টাকার এই ট্যাবলেটটি বর্তমানে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ১১,৪৯৯ টাকায় কেনা যাবে।
ফিচার বলতে, এতে সাশ্রয়ী মূল্যে মেটাল স্লিম ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ৩২ জিবি স্টোরেজের মতো ফিচার আছে। এটি কিনলে আপনি দুই মাসের ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এই ট্যাবলেটটি সহজেই যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন।
২. Samsung Galaxy Tab A9: এই ট্যাবলেটটির দাম ১৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে এখন এটি ১২,৯৯৯ টাকায় পাবেন।
ট্যাবটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৮.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
৩. Samsung Galaxy Tab S6 Lite: সেলে এটি ৩০,৯৯৯ টাকার পরিবর্তে ২১,৯৯০ টাকায় মিলছে।
এতে আছে ১০.৪ ইঞ্চি ডিসপ্লে, ৭,০৪০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল স্পিকার এবং ওয়াই-ফাই (Wi-Fi) কানেক্টিভিটির সুবিধা। এই ট্যাবলেটে এস পেন (S Pen) সাপোর্টও দেওয়া হয়েছে।
৪. Samsung Galaxy Tab S7 FE: এর দাম ৪৯,৯৯৯ টাকা, তবে ট্যাবলেটটি এখন কিনলে ৩৪,৯৯৯ টাকা খরচ হবে।
ট্যাবলেটটি ১২.৪ ইঞ্চি ডিসপ্লে, ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি, ওয়াই-ফাই কানেক্টিভিটি ইত্যাদি আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে ১ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে।
৫. Samsung Galaxy Tab S8: এই মুহূর্তে এই স্যামসাং ট্যাবলেট ৪৯,৯৯৮ টাকায় মিলছে, এর মূল্য এমনিতে ৬৬,৯৯৯ টাকা।
এতে ১১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৪ এনএম শক্তিশালী প্রসেসর, ১২৮ জিবি মেমরি এবং ৮,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার আছে।