চোখজুড়ানো স্ক্রিন নিয়ে আসছে Apple-এর নতুন ট্যাব, ছবি-ভিডিয়ো দেখে পাবেন শান্তি

অ্যাপল (Apple) খুব শীঘ্রই তাদের নতুন iPad মডেলগুলি লঞ্চ করতে চলেছে। ট্যাবলেটগুলির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য...
Ananya Sarkar 21 April 2024 4:24 PM IST

অ্যাপল (Apple) খুব শীঘ্রই তাদের নতুন iPad মডেলগুলি লঞ্চ করতে চলেছে। ট্যাবলেটগুলির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এখন এক সূত্রের দাবি, আসন্ন 12.9 ইঞ্চির iPad Air-এর ডিসপ্লে উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসতে চলেছে। অ্যাপলের এই পদক্ষেপটি ডিসপ্লে প্রযুক্তির পরিপ্রেক্ষিতে iPad Air-কে হাই-এন্ড 12.9-ইঞ্চি iPad Pro-এর কাছাকাছি নিয়ে আসবে বলেও তার দাবি৷

বর্তমানে, স্ট্যান্ডার্ড 10.9 ইঞ্চির আইপ্যাড এয়ার মডেলে চিরাচরিত এলসিডি প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং জানিয়েছেন যে, নতুন আইপ্যাড এয়ার-এ মিনি-এলইডি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে, যা এইচডিআর কন্টেন্টের জন্য উজ্জ্বলতা বৃদ্ধি করবে, উন্নত কন্ট্রাস্টের জন্য গভীর কালো রঙ প্রদর্শন করবে এবং উন্নত ব্যাটারি লাইফের জন্য পাওয়ার খরচ কমবে। এটি বর্তমানে অ্যাপলের শীর্ষ-স্তরের 12.9 ইঞ্চির আইপ্যাড প্রো মডেল এবং ম্যাকবুক প্রো ল্যাপটপে ব্যবহৃত প্রযুক্তির অনুরূপ৷

যদিও, 12.9-ইঞ্চি আইপ্যাড এয়ারের ডিসপ্লের নির্দিষ্ট বিবরণ নিশ্চিত করা হয়নি, তবে এটি সম্ভবত বর্তমান 12.9-ইঞ্চির আইপ্যাড প্রো-এর স্পেসিফিকেশনের সাথে মিলবে। অর্থাৎ, এতে ফুল-অ্যারে লোকাল ডিমিং জোন সহ 2D ব্যাকলাইট সিস্টেম, 2732 x 2048 (264 পিপিআই)-এর রেজোলিউশন, প্রোমোশন অ্যাডাপটিভ রিফ্রেশ রেট প্রযুক্তির জন্য সাপোর্ট এবং এইচডিআর কন্টেন্ট জন্য 1,600 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা দেখা যেতে পারে।

উল্লেখ্য, যেখানে আসন্ন iPad Air মডেলটি মিনি-এলইডি আপগ্রেড পেতে চলেছে, সেখানে অ্যাপল আসন্ন আইপ্যাড প্রো-এর জন্য পরবর্তী প্রজন্মের ওলেড (OLED) ডিসপ্লে প্রযুক্তি অফার করবে বলে শোনা যাচ্ছে৷ এই নতুন iPad Pro মডেলগুলি M3 চিপ দ্বারা চালিত হবে এবং নতুন অ্যাপল পেন্সিল 3 (Apple Pencil 3) স্টাইলাস সাপোর্ট করবে৷ অ্যাপল নতুন ট্যাবলেটগুলি সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহে কোনও ডেডিকেটেড প্রেস কনফারেন্স ছাড়াই লঞ্চ করার পরিকল্পনা করছে।

Show Full Article
Next Story