Vivo Pad 2: যত খুশি ব্যবহার করুন, ভিভোর নতুন ট্যাবে 10,000mAh ব্যাটারি, সামনেই লঞ্চ

ভিভো (Vivo) আগামী ২০ এপ্রিল চীনে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।...
Ananya Sarkar 11 April 2023 12:58 PM IST

ভিভো (Vivo) আগামী ২০ এপ্রিল চীনে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। Vivo Pad 2 নামক ট্যাবটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে আলোচনা চলেছে এবং ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশনও অর্জন করেছে এটি। এখন Vivo Pad 2-কে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্পট করা গেছে, যা এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এর পাশাপাশি এক টিপস্টারের সৌজন্যে আসন্ন Vivo Pad 2-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

Vivo Pad 2-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

PA2373 মডেল নম্বর সহ ভিভো প্যাড ২ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকায় প্রকাশ করা হয়েছে যে, ফোনটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার চারটি কোরকে ১.৮০ গিগাহার্টজে ক্লক করা হয়েছে, তিনটি কোর ২.৮৫ গিগাহার্টজে রান করে এবং একটি প্রাইম কোরের ক্লক স্পিড ৩.০৫ গিগাহার্টজ। আর এগুলি নির্দেশ করে যে, ভিভোর এই ট্যাবটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি ব্যবহার করা হবে।

এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি থেকে জানা গেছে যে, ভিভো প্যাড ২-এ ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে, তবে লঞ্চের সময় এর আরও বিকল্প বাজারে আসতে পারে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ভিভো প্যাড ২ যথাক্রমে ১,২৮৯ পয়েন্ট এবং ৪,০৮৪ পয়েন্ট স্কোর করেছে। যথারীতি এগুলি ছাড়া, বেঞ্চমার্ক তালিকাটি আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।

Vivo Pad 2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ঈশান আগরওয়াল ও ৯১মোবাইলস যৌথভাবে Vivo Pad 2-এর মূল স্পেসিফিকেশন এবং কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ করেছে। এতে ১২.১ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ২.৮কে (2.8K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে। ভিভোর এই ট্যাবটি ৮ জিবি / ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে৷

Vivo Pad 2 প্যাডের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, Vivo Pad 2-এর পিছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে।

এছাড়া, সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Pad 2 শক্তিশালী ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ট্যাবটি এনএফসি এবং ব্লুটুথ ৫.৩ অফার করবে। আসন্ন Pad 2-এর পরিমাপ হবে ২৬৬ x ১৯১.৬ x ৬.৬ মিলিমিটার এবং ওজন ৫৮০ গ্রাম। এছাড়াও জানা গেছে যে, ভিভো দেশীয় বাজারে গ্রে, ব্লু এবং পার্পল-এর মতো কালার অপশনে এই ট্যাবলেটটি লঞ্চ করবে।

Show Full Article
Next Story