- Home
- »
- ট্যাবলেট »
- দামী স্মার্টফোনের ফিচার এবার ট্যাবেও,...
দামী স্মার্টফোনের ফিচার এবার ট্যাবেও, Vivo Pad 2 এর স্ক্রিন ও প্রসেসর ডিটেইলস লিক হল
বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে যে, ভিভো (Vivo) আগামী মাসে অর্থাৎ এপ্রিলে তাদের কয়েকটি নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করার...বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে যে, ভিভো (Vivo) আগামী মাসে অর্থাৎ এপ্রিলে তাদের কয়েকটি নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সেগুলির মধ্যে রয়েছে Vivo X Fold2, Vivo X Flip ফোল্ডেবল স্মার্টফোন এবং Vivo Pad 2 ট্যাবলেট। আর এখন এক জনপ্রিয় টিপস্টার আসন্ন Vivo Pad 2 ট্যাবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যেমন জানা যাচ্ছে যে, ভিভোর এই ট্যাবটি MediaTek Dimensity 9000 ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে এলসিডি ডিসপ্লে ও বড় আকারের ব্যাটারি থাকবে। আসুন তাহলে নতুন সূত্র মারফৎ Vivo Pad 2 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, সবিস্তারে জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Vivo Pad 2-এর মূল বৈশিষ্ট্য
টেক ব্লগার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ভিভো প্যাড ২ মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং সিপিইউ-টি "১+৩+৪" থ্রি-ক্লাস্টার এআরএমভি৯ আর্কিটেকচার ব্যবহার করে। চিপটিতে রয়েছে একটি কর্টেক্স এক্স২ সুপার-কোর, তিনটি বড় কর্টেক্স এ৭১০ কোর এবং চারটি ছোট কর্টেক্স এ৫১০ কোর। এর সাথে গ্রাফিক্সের জন্য, এআরএম মালি-জি৭১০ এমসি১০ জিপিইউ যুক্ত।
উল্লেখযোগ্যভাবে, বেঞ্চমার্কিং সাইট আনটুটু (AnTuTu)-এর রানিং স্কোর ডেটাবেসে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরটি ১ মিলিয়ন বা ১০ লক্ষেরও বেশি স্কোর করেছে। ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছে যে, শক্তিশালী প্রসেসরের পাশাপাশি, ভিভো প্যাড ২ বড় ব্যাটারির সাথে আসবে যা ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিটি সাপোর্ট করবে। এছাড়া, এতে ১২ ইঞ্চির হাই-রেজোলিউশনের এলসিডি ফুল স্ক্রিন থাকবে, যা ১৪৪ ওয়াট উচ্চ রিফ্রেশ রেট অফার করবে।
জানিয়ে রাখি, ভিভোর প্রথম ট্যাবলেট, Vivo Pad গত বছর এপ্রিল মাসে হোম মার্কেট চীনে আত্মপ্রকাশ করেছিল। এতে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ২,৫৬০×১,৬০০ পিক্সেলের ২.৫কে (2.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়।
Vivo Pad-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেমে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে৷ এই ব্যাক ক্যামেরা সিস্টেমটি ৪কে (4K) ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করে। সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, ট্যাবলেটের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Pad-এ ৮,০৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। চীনের বাজারে এই ভিভো ট্যাবলেটটির প্রারম্ভিক মূল্য ছিল ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৫৬০ টাকা)।