- Home
- »
- ট্যাবলেট »
- Vivo Pad 3: বাজার কাঁপাবে ভিভোর ট্যাব,...
Vivo Pad 3: বাজার কাঁপাবে ভিভোর ট্যাব, 13 ইঞ্চি 3K ডিসপ্লে, 80W চার্জিং সহ দুর্ধর্ষ ফিচার্স
ভিভো (Vivo) চীনে শীঘ্রই তাদের থার্ড জেনারেশন ফ্ল্যাগশিপ ট্যাবলেট, Vivo Pad 3 লঞ্চ করতে চলেছে। এটি মার্চের মধ্যেই Vivo...ভিভো (Vivo) চীনে শীঘ্রই তাদের থার্ড জেনারেশন ফ্ল্যাগশিপ ট্যাবলেট, Vivo Pad 3 লঞ্চ করতে চলেছে। এটি মার্চের মধ্যেই Vivo X100s এবং Vivo X Fold 3 সিরিজের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে এক সুপরিচিত টিপস্টার দাবি করেছিলেন যে Vivo Pad 3 তার পূর্বসূরি মডেলগুলির তুলনায় বড় ডিসপ্লে অফার করবে। আর এখন ওই একই সূত্র থেকে ট্যাবটির ডিসপ্লের সাইজ এবং রেজোলিউশন সামনে এসেছে। এছাড়াও, তিনি Vivo Pad 3-এর ফাস্ট চার্জিং স্পিড এবং চিপসেটের নাম প্রকাশ করেছেন। আসুন এখনও পর্যন্ত ভিভোর আপকামিং ট্যাবলেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Vivo Pad 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
২০২২ সালে লঞ্চ হওয়া প্রথম-প্রজন্মের ভিভো প্যাড ট্যাবলেটে ১,৬০০ x ২,৫৬০ পিক্সেলের সাপোর্ট সহ ১১ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। আবার, গত বছর আত্মপ্রকাশ করা ভিভো প্যাড ২-এর ডিসপ্লেটি ১,৯৬৮ x ২,৮০০ পিক্সেলের ২.৮কে রেজোলিউশন অফার করে। ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে ভিভো প্যাড ৩-এ বড় ১৩ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা 3K রেজোলিউশন অফার করবে।
টিপস্টার আগে দাবি করেছিলেন যে, ভিভো প্যাড ৩-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর থাকবে। ট্যাবটির ব্যাটারি ক্যাপাসিটি এখনও অজানা হলেও সেটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে। এছাড়া অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ভিভোর সাব-ব্র্যান্ড আইকো (iQOO) বর্তমানে দুটি ট্যাবলেটের ওপর কাজ করছে বলে জানা গেছে। তাদের মধ্যে একটি Vivo Pad 3-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে, যা চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। অন্যটি iQOO Pad Air বলে মনে করা হচ্ছে, যেটিতে ৮.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। iQOO Pad Air-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি এখনও সামনে আসেনি।