ফোনের পালা চুকিয়ে এবার তিনটি নয়া ট্যাব লঞ্চ করবে Vivo, মিলবে 66W ফাস্ট চার্জার

Vivo Pad 3 Pro ট্যাবলেটটি সম্প্রতি চীনা বাজারে লঞ্চ করেছে ভিভো। তবে ব্র্যান্ডটি এখানেই থেমে নেই, শোনা যাচ্ছে তারা শীঘ্রই আরও কিছু ট্যাবলেট প্রকাশ করার…

Vivo Pad 3 Pro ট্যাবলেটটি সম্প্রতি চীনা বাজারে লঞ্চ করেছে ভিভো। তবে ব্র্যান্ডটি এখানেই থেমে নেই, শোনা যাচ্ছে তারা শীঘ্রই আরও কিছু ট্যাবলেট প্রকাশ করার পরিকল্পনা করছে। এর কারণ হল সাব-ব্র্যান্ড আইকো (iQOO) সহ ভিভোর তিনটি নতুন ট্যাবলেট চীনের 3C (CCC) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। এই ট্যাবলেটগুলির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo-এর একাধিক ডিভাইস পেল 3C সার্টিফিকেশন

iPA2475, PA2455 এবং iPA2453 মডেল নম্বর সহ তিনটি ভিভো ট্যাবলেট চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। কোম্পানি আইকো ডিভাইসের জন্য “i” উপসর্গটি ব্যবহার করে থাকে। তাই অনুমান করা হচ্ছে যে ৬৬ ওয়াট ফাস্ট চার্জার সহ তালিকাভুক্ত iPA2475 ট্যাবলেটটি আইকো প্যাড ২ প্রো হতে পারে। শোনা যাচ্ছে যে এটি ভিভো প্যাড ৩ প্রো ট্যাবের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। অন্যদিকে, iPA2453 একটি ৪৪ ওয়াট চার্জার সহ তালিকাভুক্ত হয়েছে, যা স্ট্যান্ডার্ড আইকো প্যাড ২ হতে পারে। PA2455 মডেলটিও একটি ৪৪ ওয়াট চার্জার সাপোর্ট করে। মনে করা হচ্ছে এটি হবে ভিভো প্যাড ৩।

শোনা যাচ্ছে যে ভিভো প্যাড ৩ হবে প্রথম ট্যাবলেট, যা নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাথে আসবে। আইকো প্যাড ২ প্রো-এর মতো, আইকো প্যাড ২ মডেলটিও ভিভো প্যাড ৩ ট্যাবের রিব্র্যান্ডেড সংস্করণ বলে অনুমান করা হচ্ছে।

এই ট্যাবলেটগুলি ছাড়াও, একটি সম্ভাব্য ভিভো স্মার্টওয়াচ iW2356 মডেল নম্বর সহ ৩সি তালিকায় উপস্থিত হয়েছে। এটি ৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সম্ভবত এটি হবে আসন্ন Vivo Watch 4। যথারীতি, ৩সি সার্টিফিকেশন এই ডিভাইসগুলি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে, এটা স্পষ্ট যে Vivo এবং এর সাব-ব্র্যান্ড আইকো খুব শীঘ্রই একগুচ্ছ নতুন ডিভাইস নিয়ে আসতে চলেছে।