Vivo Pad 4 Pro হবে শক্তিমান! ডাইমেনসিটি 9400 প্রসেসর প্রথম ট্যাব কবে লঞ্চ হবে

আসন্ন Vivo Pad 4 Pro শক্তিশালী ব্যাটারির সাথে আসবে, এর রেটেড ভ্যালু 11790mAh থাকবে। অর্থাৎ একে 12000mAh ব্যাটারি বলে মার্কেটিং করা হবে।

Puja Mondal 21 Dec 2024 11:06 AM IST

ভিভো একের পর নতুন ট্যাবলেট বাজারে আনছে। চলতি বছরের শুরুতে চীনে Vivo Pad 3 এবং Pad 3 Pro ট্যাবলেট লঞ্চ হয়েছিল। মার্চ মাসে, সংস্থাটি প্যাড 3 প্রো নিয়ে এসেছিল, যাতে ডাইমেনসিটি 9300 চিপসেট ছিল। এর পরে জুন মাসে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট সহ প্যাড 3 বাজারে আসে। এখন আবার এক টিপস্টার আসন্ন Vivo Pad 4 Pro ট্যাবলেট সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে।

Vivo Pad 4 Pro বেসিক স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ভিভো প্যাড 4 প্রো মডেলে কাস্টম ডিজাইন করা ডিসপ্লে থাকবে। সম্ভবত এতে 13 ইঞ্চি এলসিডি প্যানেল থাকতে পারে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট সঙ্গে লঞ্চ হবে

ইতিমধ্যেই আমরা ডাইমেনসিটি 9400 চিপসেটটি ভিভো X200, X200 প্রো, ওপ্পো ফাইন্ড X8 এবং ফাইন্ড X8 প্রো মডেলে ব্যবহার হতে দেখছি। ভিভো প্যাড 4 প্রো ট্যাবলেটেও ডাইমেনসিটি 9400 চিপসেট থাকবে বলে জানা গেছে। এর আগে কোনো ট্যাবে এই প্রসেসর দেওয়া হয়নি।

12000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে

আসন্ন Vivo Pad 4 Pro শক্তিশালী ব্যাটারির সাথে আসবে, এর রেটেড ভ্যালু 11790mAh থাকবে। অর্থাৎ একে 12000mAh ব্যাটারি বলে মার্কেটিং করা হবে।। এছাড়া ডিভাইসটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

কবে লঞ্চ হবে Vivo Pad 4 Pro ট্যাবলেট?

ভিভো প্যাড 4 প্রো কবে লঞ্চ হবে, এই মুহুর্তে এই বিষয়ে কোনও সঠিক তথ্য জানা যায়নি। যেহেতু প্যাড 3 প্রো মার্চ মাসে লঞ্চ হয়েছিল, তাই সম্ভবত এর উত্তরসূরি পরের বছর একই সময়ে বাজারে আসতে পারে।

Show Full Article
Next Story