Apple iPad-কে টেক্কা দিতে বড় প্ল্যান, 6 বছর পর মিনি ট্যাবলেট লঞ্চ করতে চলেছে Xiaomi

২০১৮ সালে Xiaomi Pad 4 লঞ্চের পর দীর্ঘ তিন বছরের বিরতি নিয়ে, ২০২১-এ Xiaomi Pad 5 সিরিজের সাথে ট্যাবলেট বাজারে প্রত্যাবর্তন করে শাওমি। তারপর থেকে,…

২০১৮ সালে Xiaomi Pad 4 লঞ্চের পর দীর্ঘ তিন বছরের বিরতি নিয়ে, ২০২১-এ Xiaomi Pad 5 সিরিজের সাথে ট্যাবলেট বাজারে প্রত্যাবর্তন করে শাওমি। তারপর থেকে, কোম্পানিটি বেশ কয়েকটি ট্যাবলেট বাজারে এনেছে এবং সবকটিতেই বড় আকারের ডিসপ্লে রয়েছে। কোনোটিরই স্ক্রিন ১১ ইঞ্চির কম নয়, শুধুমাত্র সামান্য ছোট ১০.৬৫ ইঞ্চির প্যানেল সহ Redmi Pad ছাড়া৷ সংস্থার বিশাল ১৪ ইঞ্চির ডিসপ্লে সহ একটি মডেলও রয়েছে, যার নাম Xiaomi Pad 6 Max 14। ট্যাবলেট বিভাগে ফিরে আসার প্রায় তিন বছর পরে, কোম্পানিটি এখন অবশেষে একটি ছোট-স্ক্রিন যুক্ত ট্যাবলেট লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কি কি তথ্য উঠে এসেছে এই আপকামিং শাওমি ট্যাবটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi বাজারে আনতে চলেছে একটি ছোট স্ক্রিনের ট্যাবলেট

সম্প্রতি শাওমির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-এ একটি ৮ ইঞ্চির ট্যাবলেট লঞ্চ করার ইঙ্গিত দিয়েছেন। এই প্রথম চীনা ব্র্যান্ডটির তরফ থেকে এই ধরনের একটি ডিভাইসের সম্পর্কে জানানো হল। সুতরাং, সেটি বিকাশের পর্যায়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফার্মওয়্যার তৈরি হয়ে গেলে এটিকে হাইপারওএস (HyperOS) কোডবেসে দেখা যেতে পারে।

আর, যখন শাওমি নতুন ৮ ইঞ্চির ট্যাবটিকে বাজারের জন্য প্রস্তুত বলে মনে করবে, তখন এটি বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদন লাভ করতে শুরু করবে। সেসময়ই এই ট্যাবলেট সম্পর্কে আরও বিশদ জানা যাবে বলে আশা করা যায়। আপাতত শুধু এটুকু বলা যেতে পারে যে, শাওমি একটি মিনি ট্যাবলেট প্রকাশ করার কথা ভাবছে। কোম্পানির এই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার জন্য এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে।

জানিয়ে রাখি, ২০২১ সালে পুনরায় ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করার আগে, Mi Pad 4 Plus ছাড়া শাওমির আগের সব ট্যাবলেটেই ৮ ইঞ্চি ডিসপ্লে ছিল। সুতরাং একটি ছোট-স্ক্রিন যুক্ত ট্যাবলেট শাওমির জন্য সম্পূর্ণ নতুন প্রোডাক্ট হবে না। এটা ঠিক যে, ৮ ইঞ্চি স্ক্রিন এককালে বিশাল বেজেলযুক্ত ট্যাবলেটগুলির জন্য একটি আদর্শ আকার হিসাবে বিবেচিত হত। কিন্তু এখন, স্লিম বেজেল সহ এই ট্যাবলেটগুলি ছোট বা মিনি বিভাগের আওতায় পড়ে। আপাতত, Apple iPad Mini-ই হল সর্বোত্তম এবং একমাত্র বিশ্বব্যাপী উপলব্ধ ছোট-স্ক্রিন ট্যাবলেট।