Xiaomi Note E-Ink: বড় ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল শাওমির নতুন ট্যাবলেট

টেক জায়ান্ট Xiaomi চীনে আজ লঞ্চ করল তাদের নতুন একটি ট্যাবলেট, যার নাম Note E-Ink। ট্যাবলেটটির বিক্রি শুরু না হলেও, এটি...
Julai Modal 6 Dec 2022 6:44 AM IST

টেক জায়ান্ট Xiaomi চীনে আজ লঞ্চ করল তাদের নতুন একটি ট্যাবলেট, যার নাম Note E-Ink। ট্যাবলেটটির বিক্রি শুরু না হলেও, এটি এখন প্রি -অর্ডারের জন্য উপলব্ধ। স্লিক ডিজাইনের এবং হালকা ওজনের এই ট্যাবলেটটির সাথে থাকছে একটি স্টাইলাস। এছাড়া এতে পাওয়া যাবে ৩০০০ এমএএইচ ব্যাটারি, ১০.৩ ইঞ্চি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। আসুন Xiaomi Note E-Ink ট্যাবলেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi Note E-Ink ট্যাবলেটের দাম ও লভ্যতা

চীনের বাজারে শাওমি নোট ই-ইঙ্ক ট্যাবলেটের দাম ধার্য করা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,১৭৫ টাকা)। তবে এর সেলের তারিখ এখনও জানা যায়নি। বর্তমানে সামান্য কিছু অর্থ জমা দিয়ে এটি প্রি- বুক করা যাচ্ছে।

Xiaomi Note E-Ink ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি নোট ই-ইঙ্ক ট্যাবলেটের সামনে দেখা যাবে ১০.৩ ইঞ্চি ই-ইঙ্ক ডিসপ্লে, যা ইলেকট্রনিক পেপার ডিসপ্লে নামে পরিচিত। এই ডিসপ্লেটি একেবারেই স্বচ্ছ পেপারের মত দেখতে। তাছাড়া ডিভাইসটি একেবারেই পাতলা। এর ওজন ৪৪০ গ্রাম এবং পুরু ৫.৩৫ এমএম।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ১১ ওএস চালিত Xiaomi Note E-Ink ট্যাবলেটে ডব্লিউপিএস অফিস স্যুট থাকবে এবং এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে কোয়াড কোর কর্টেক্স এ৫৫কোর বর্তমান। আর ট্যাবলেটটি ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Note E-Ink ট্যাবলেটে দেওয়া হয়েছে ৩০০০ এমএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেই সঙ্গে ডিভাইসটিকে ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। এই ট্যাবেলেটের সাথে পাওয়া যাবে একটি স্টাইলাস পেন।

Show Full Article
Next Story