হাতে মাত্র চার দিন, দেশে লঞ্চের আগে Xiaomi Pad 6 গিকবেঞ্চে হাজির, কি ফিচার ফাঁস হল?

গত এপ্রিলে চীনে লঞ্চ করার পর শাওমি (Xiaomi) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi Pad 6 ট্যাবলেটটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কোম্পানির তরফে ঘোষণা করা…

গত এপ্রিলে চীনে লঞ্চ করার পর শাওমি (Xiaomi) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi Pad 6 ট্যাবলেটটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ফ্ল্যাগশিপ ট্যাবলেট মডেলটি আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এদেশের বাজারে লঞ্চ হবে। তার আগে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এর লিস্টিং থেকে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Xiaomi Pad 6 হাজির Geekbench বেঞ্চমার্ক সাইটে

আগামী ১৩ জুন ভারতের বাজারে শাওমি প্যাড ৬ ট্যাব লঞ্চ হওয়ার আগে 23043RP34 মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যা প্রকাশ করেছে যে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে। অর্থাৎ চীন এবং ভারতে ট্যাবলেটটি একই চিপসেট দ্বারা পরিচালিত হবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, শাওমি প্যাড ৬ সিঙ্গেল কোর টেস্টে ৮৭৫ স্কোর এবং মাল্টি কোর টেস্টে ২,৬১৫ পয়েন্ট স্কোর অর্জন করেছে। গিকবেঞ্চ লিস্টিং থেকে এও জানা গেছে যে, ট্যাবটি ৮ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়াও, এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, কোম্পানির এই আসন্ন ট্যাবলেটে ১১ ইঞ্চি লম্বা আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা ২,৮৮০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন, এইচডিআর১০, পি৩ কালার গ্যামট, ১০ বিট কালার ডেপ্থ, ডলবি ভিশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

এছাড়া, লো ব্লু লাইট লেভেলের জন্য Xiaomi Pad 6-এর স্ক্রিনটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) দ্বারা অনুমোদিত হয়েছে। এই ট্যাবলেটটির ওজন ৪৯০ গ্রাম এবং এটি ৬.৫১ মিলিমিটার স্লিম হবে। ট্যাবটিতে বড় ৮,৮৪০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ অন্যান্য তথ্যগুলি জানতে আগামী সপ্তাহে Xiaomi Pad 6-এর লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন