ট্যাবের ক্যামেরা ভাল হয় না, এই বদ্ধমূল ধারণা ভাঙবে Xiaomi Pad 6 সিরিজ, 18 এপ্রিল লঞ্চ

শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী বড় লঞ্চ ইভেন্টটি আগামী ১৮ এপ্রিল চীনে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টেই বহু প্রতীক্ষিত Xiaomi 13 Ultra-এর ওপর…

শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী বড় লঞ্চ ইভেন্টটি আগামী ১৮ এপ্রিল চীনে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টেই বহু প্রতীক্ষিত Xiaomi 13 Ultra-এর ওপর থেকে পর্দা সরানো হবে বলেও ঘোষণা করা হয়েছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে অনুষ্ঠানটির প্রধান হাইলাইট হবে কোম্পানির এই লেটেস্ট প্রিমিয়াম হ্যান্ডসেটটি। তবে, শাওমি এই ইভেন্টে আরও কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করার পরিকল্পনা করছে। তার মধ্যে একটি হল, Xiaomi Band 8 ফিটনেস ট্র্যাকার, যা আকর্ষণীয় স্ট্র্যাপ অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, তারা ওইদিন 13 Ultra-এর পাশাপাশি Xiaomi Pad 6 সিরিজটিও উন্মোচন করবে। আসুন তাহলে এখনও পর্যন্ত এই ট্যাবলেট লাইনআপটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6 সিরিজ Xiaomi 13 Ultra-এর সাথেই আগামী সপ্তাহে বাজারে আসছে

শাওমি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একটি পোস্টার প্রকাশ করেছে, যা ঘোষণা করেছে যে, আগামী ১৮ এপ্রিল সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) চীনের বাজারে শাওমি প্যাড ৬ সিরিজ লঞ্চ করা হবে। শাওমি একটি শক্তিশালী ‘প্রোডাক্টিভ টুল’ হিসাবে এই ট্যাবলেট সিরিজের বিজ্ঞাপন দিচ্ছে৷ ব্র্যান্ডের প্রচারমূলক পোস্টার অনুযায়ী, আসন্ন ট্যাবলেটে পাতলা বেজেল সহ একটি বড় ডিসপ্লে, এনএফসি সাপোর্ট সহ একটি কীবোর্ড অ্যাক্সেসরি এবং একটি স্টাইলাস থাকবে। শাওমি প্যাড ৬ সিরিজ ব্ল্যাক, বেইজ এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, শাওমি প্যাড ৬-এ শাওমি ১৩ লাইনআপের স্মার্টফোনগুলির ক্যামেরা মডিউলের অনুরূপ ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যা নির্দেশ করে এটি ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। ট্যাবলেটটিতে কোয়াড স্পিকারও উপস্থিত থাকবে। এছাড়াও, এতে দেখা যেতে পারে এমন একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, যা ইউএসবি ৩.০ ডেটা ট্রান্সফার স্পিড সাপোর্ট করবে। প্যাড ৬ সিরিজ শাওমির প্রথম ইউএসবি ৩.০ প্রযুক্তি যুক্ত ডিভাইসগুলির মধ্যে অন্যতম হবে।

প্রসঙ্গত, একাধিক রিপোর্ট থেকে জানা গেছে যে, Pad 6 লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, Xiaomi Pad 6 এবং Pad 6 Pro। স্ট্যান্ডার্ড মডেলে ২.৮কে (2.8K) রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ১১ ইঞ্চির এলসিডি প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৮,৮৪০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। Pad 6 চীন, ভারত এবং বিশ্ববাজারে আসতে পারে।

অন্যদিকে, Xiaomi Pad 6 Pro-এ ১১ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২.৮কে (2.8K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Pad 6 Pro মডেল ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে৷ তবে, প্রো মডেলটির চীনের বাইরে অন্য কোনও দেশে লঞ্চ হওয়ায় সম্ভাবনা নেই।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন