Xiaomi Pad 6 নাকি Realme Pad X, কোন ট্যাবলেট কম দামে দেবে সেরা পারফরম্যান্স

গতকাল অর্থাৎ ১৩ই জুন Xiaomi ভারতের বাজারে তাদের একটি লেটেস্ট ট্যাবলেট মডেল Xiaomi Pad 6 লঞ্চ করে। এটি মিড-রেঞ্জে এসেছে।...
SUPARNA 14 Jun 2023 12:41 PM IST

গতকাল অর্থাৎ ১৩ই জুন Xiaomi ভারতের বাজারে তাদের একটি লেটেস্ট ট্যাবলেট মডেল Xiaomi Pad 6 লঞ্চ করে। এটি মিড-রেঞ্জে এসেছে। আর ফিচার হিসাবে এতে - ১১ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার, কোয়ালকমের প্রসেসর এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন মিলবে। দাম এবং বিশেষত্বের নিরিখে Xiaomi ব্র্যান্ডের এই নয়া ট্যাবটি গত বছর ১লা আগস্ট আত্মপ্রকাশ করা Realme Pad X -এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই মনে হচ্ছে। তাই আজ আমরা নয়া Xiaomi Pad 6 এবং ইতিমধ্যেই এদেশের বাজারে বিদ্যমান Realme Pad X ট্যাবলেটের মধ্যে তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আলোচ্য দুটি ডিভাইসের মধ্যে কোনটি সর্বাধিক সেরা তা নির্ণয় করা যায়।

Xiaomi Pad 6 vs Realme Pad X: ডিসপ্লে

শাওমি প্যাড ৬ ট্যাবলেটের সামনে দেখা যাবে ১১-ইঞ্চির ২.৮কে (১৮০০x২৮৮০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে - ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

অন্যদিকে, রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটটি ১১-ইঞ্চির WUXGA+ (১,২০০x২,০০পিক্সেল) ডিসপ্লে প্যানেল সহ এসেছে।

Xiaomi Pad 6 vs Realme Pad X: প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য শাওমি প্যাড ৬ ট্যাবলেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিয়েলমি প্যাড এক্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। এতে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ পর্যন্ত স্টোরেজ মিলবে। যদিও উন্নত কর্মক্ষমতা অফারের জন্য ট্যাবটিতে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। আর এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম ইউজার ইন্টারফেস চালিত।

Xiaomi Pad 6 vs Realme Pad X: ক্যামেরা সেটআপ, অডিও বিভাগ

ছবি তোলার জন্য Xiaomi Pad 6 ট্যাবলেটে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। তদুপরি, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি প্রদানের জন্য ডিভাইসটি কোয়াড স্পিকার সেটআপ সহ এসেছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১০৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সমর্থিত ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা বর্তমান। আবার ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত কোয়াড স্পিকার সেটআপও অফার করে আলোচ্য ডিভাইসটি।

Xiaomi Pad 6 vs Realme Pad X: ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি প্যাড ৬ মডেলে আছে ৮,৮৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি ফুল চার্জে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে এবং ট্যাবলেটকে ১০০ মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে।

রিয়েলমি প্যাড ট্যাবলেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৮,৩৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Pad 6 vs Realme Pad X: দাম

ভারতে শাওমি প্যাড ৬ ট্যাবলেটকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৬,৯৯৯ টাকা। আর জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। এটি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ব্লু কালার অপশনে উপলব্ধ।

এদেশের বাজারে রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের , যা ওয়াই-ফাই সংযোগ অফার করে। আবার একই স্টোরেজ কনফিগারেশন যুক্ত ওয়াই-ফাই এবং ৫জি কানেক্টিভিটি সহ আসা বিকল্পের দাম ২৫,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর, ওয়াই-ফাই ও ৫জি সংযোগ সহ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে নিয়ে আসা হয়েছে ২৭,৯৯৯ টাকায়। এটিকে দুটি আকর্ষণীয় কালার বিকল্পে পাওয়া যাবে – গ্লেসিয়ার ব্লু এবং গ্লোয়িং গ্রে।

Show Full Article
Next Story