120W ফাস্ট চার্জিং সহ বিশাল 10,000mah ব্যাটারি Xiaomi-র নতুন ট্যাবে, লঞ্চ শীঘ্রই

শাওমি তাদের একটি নতুন ট্যাবলেট চীনে লঞ্চ করতে চলেছে, যাকে আপাতত Xiaomi Pad 6S Pro বলে ডাকা হচ্ছে। এটি Xiaomi 14 Ultra-এর...
Ananya Sarkar 15 Feb 2024 12:04 PM IST

শাওমি তাদের একটি নতুন ট্যাবলেট চীনে লঞ্চ করতে চলেছে, যাকে আপাতত Xiaomi Pad 6S Pro বলে ডাকা হচ্ছে। এটি Xiaomi 14 Ultra-এর সাথে আগামী ২২ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে৷ ট্যাবটি গত মাসে চীনের ৩সি (3C) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে 24018RPAC মডেল নম্বরের সাথে দেখা গেছে। অনুমা, ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে পারে, কারণ এর আন্তর্জাতিক সংস্করণটি 24018RPACG সহ সম্প্রতি এইচডিআর ভিভিড (HDR Vivid) সার্টিফিকেশন, সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) এবং ইউরোপের ইইসি (EEC) দ্বারা অনুমোদিত হয়েছে৷ আর এখন, একই ট্যাবলেট ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে, যা ইঙ্গিত করে যে ট্যাবলেটটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে আসতে চলেছে। সার্টিফিকেশনগুলি Xiaomi Pad 6S Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6S Pro গ্লোবাল মার্কেটে আসছে খুব তাড়াতাড়ি

শাওমি প্যাড ৬এস প্রো-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের সাম্প্রতিক সার্টিফিকেশনগুলি এর কোনও স্পেসিফিকেশনই প্রকাশ করেনি। তবে, ডিভাইসের চীনা সংস্করণটিকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে ১২০ ওয়াট ফাস্ট চার্জার সহ দেখা গেছে। আর এখন যেহেতু ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্টটি (24018RPACG) সিঙ্গাপুরের এসডিপিপিআই সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে যে প্যাড ৬এস প্রো আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্ব বাজারে পা রাখবে।

Xiaomi Pad 6S Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

শাওমি প্যাড ৬এস প্রো-এর একটি রেন্ডার সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। ছবিটি প্রকাশ করেছে যে, এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ অন্যান্য প্যাড ৬ সিরিজের ট্যাবলেটগুলির সাথে প্রায় অভিন্ন হবে। রিপোর্ট অনুযায়ী, শাওমি প্যাড ৬এস প্রো বড় ১২.৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন সহ আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে বলেও জানা গেছে।

Xiaomi Pad 6S Pro-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি Xiaomi Pad 6 Pro-এর অনুরূপ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই, এতেও Pro মডেলের মতো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সিস্টেম, একটি কোয়াড-স্পিকার সেটআপ এবং ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যেতে পারে।

Show Full Article
Next Story