Xiaomi Pad 6s Pro: এই মাসেই শাওমি আনছে ফাটাফাটি ফিচারের ট্যাবলেট, থাকবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

চলতি মাসেই একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে পারে Xiaomi। এই ইভেন্টে কোম্পানি Xiaomi 14 Ultra স্মার্টফোন লঞ্চ করতে পারে।...
techgup 11 Feb 2024 11:50 PM IST

চলতি মাসেই একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে পারে Xiaomi। এই ইভেন্টে কোম্পানি Xiaomi 14 Ultra স্মার্টফোন লঞ্চ করতে পারে। পাশাপাশি তারা একটি নতুন ট্যাবলেটের উপর থেকে পর্দা সরাবে। এই আপকামিং ট্যাবলেটের নাম হবে Xiaomi Pad 6s Pro। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই ট্যাবের একটি ছবি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আসুন Xiaomi Pad 6s Pro সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6s Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ফাঁস হওয়া ছবি থেকে জানা গেছে, শাওমি প্যাড ৬এস প্রো ট্যাবে ১২.৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে হাইপারওএস। তবে এতে কত জিবি র‌্যাম বা ইন্টারনাল মেমোরি থাকবে তা এখনও জানা যায়নি।

এদিকে পারফরম্যান্সের জন্য শাওমি প্যাড ৬এস প্রো ট্যাবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ১০,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 6s Pro ট্যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story