Xiaomi Pad 7 ট্যাব ভারতে লঞ্চের আগেই উপস্থিত Geekbench-এ, থাকবে ১২ জিবি র‍্যাম

ভারতীয় বাজারে পা রাখতে চলেছে Xiaomi Pad 7। লঞ্চের আগে এখন ট্যাবলেটটিকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে।

Ananya Sarkar 5 Dec 2024 10:02 PM IST

Xiaomi Pad 7 ট্যাবলেটটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই চীনে এটি আত্মপ্রকাশ করেছে। এখন আবার এই নতুন ট্যাবের ভারতীয় সংস্করণটিকে জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ দেখা গেছে। এখান থেকে ট্যাবটির প্রসেসর, র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সহ কিছু প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে। আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 7 ট্যাবকে দেখা গেল গিকবেঞ্চ ডেটাবেসে

চীনা টেক ব্র্যান্ড শাওমির আসন্ন ট্যাবলেট, শাওমি প্যাড ৭ গিকবেঞ্চ প্ল্যাটফর্মে 2410CRP4CI মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরের শেষে থাকা "আই" ভারতীয় ভ্যারিয়েন্টকে বোঝায়। বেঞ্চমার্ক পারফরম্যান্সের দিকে দেখলে, শাওমি প্যাড ৭ সিঙ্গেল কোর টেস্টে ১,৮৭৭ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৫,১০৬ পয়েন্ট অর্জন করেছে। বেঞ্চমার্ক ডেটাবেসের লিস্টিং অনুযায়ী, ট্যাবলেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট রয়েছে। এটি একটি আপার মিড-রেঞ্জ চিপসেট, যার সাথে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকবে। গিকবেঞ্চ লিস্টিং এও নিশ্চিত করেছে যে, শাওমি প্যাড ৭ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

প্রসঙ্গত চলতি সপ্তাহেই, শাওমি প্যাড ৭, শাওমি প্যাড ৭ প্রো মডেলগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এর প্ল্যাটফর্মে দেখা গেছে। এটি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর সার্টিফিকেশন ডেটাবেসেও

অন্তর্ভুক্ত হয়েছে।

জানিয়ে রাখি, শাওমি প্যাড ৭ সিরিজে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডলবি ভিশন সহ বড় ১১.২ ইঞ্চির ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য বেস মডেল ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করে, প্রো মডেলটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে৷ উচ্চতর সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি প্যাড ৭ মডেলে বিশাল ৮,৮৫০ এমএএইচ ব্যাটারি উপস্থিত, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমি প্যাড ৭ সিরিজটি ভারতীয় বাজারে আসার আগে আরোও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story